বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


পবিত্র ভূমিতে রক্তপাত বন্ধের আহবান ট্রাম্পের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ক্ষমতায় আসার পর প্রথম বিদেশ সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলে পৌঁছেছেন। ইসরাইলে পা রেখেই তিনি ইসরায়েল-ফিলিস্তিন রক্তপাত বন্ধের আহবান জানিয়েছেন।
গতকাল সোমবার বিকেলের দিকে ট্রাম্প কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রাজধানী তেল আবিবে পা রাখেন। এরপর তাকে জানানো হয় লালগালিচা সংবর্ধনা।
এ সফরে আন্তর্জাতিক মহলের স্বীকৃত ইসরায়েল-ফিলিস্তিন শান্তিচুক্তি কার্যকরের কৌশল অনুসন্ধানই ট্রাম্পের প্রধান এজেন্ডা। সফরকালে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে।
মোদির ইসরাইল সফরের পূর্বে ফিলিস্তিনের সঙ্গে পাঁচ চুক্তি স্বাক্ষর 
দুই দিনের এ সফরের দ্বিতীয় দিনে ফিলিস্তিনের অন্য নেতাদের সঙ্গেও কথা বলবেন ট্রাম্প।
গতকাল জেরুজালেমে ইসরায়েলের প্রেসিডেন্ট রোভেন রিভলিনের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, 'হত্যা ও রক্তপাত যথেষ্ট হয়েছে। এবার বন্ধ করুন।'
ইসরায়েল-ফিলিস্তিন শান্তিচুক্তিকে 'চূড়ান্ত চুক্তি' বলে অভিহিত করেছেন ট্রাম্প, কিন্তু এই চুক্তির বাস্তবায়ন কীভাবে হবে সেই বিষয়ে পরিষ্কার করে কিছু বলেননি। এ বিষয়টি দুইপক্ষের ওপর ছেড়ে দিয়ে ইসরায়েল-ফিলিস্তিন কর্তৃপক্ষের সরাসরি কথা বলে বিষয়টি মীমাংসা করে নেওয়াটাই ঠিক হবে বলে মনে করেন তিনি।
-এআরকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ