শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬ ।। ২৫ পৌষ ১৪৩২ ।। ২০ রজব ১৪৪৭


প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি, জামায়াত নেতার মেয়ে গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত ও কটূক্তির ঘটনায় দায়ের করা মামলায় দিনাজপুরে মাকসুদা আক্তার সুমি নামে এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দিনগত রাত ৩টার দিকে উপজেলার বামনগড় (বাগানবাড়ি) গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

সুমি (২২) স্থানীয় জামায়াত নেতা মোকছেদ আলীর মেয়ে। তিনি নবাবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

এর আগে রাত ১১টার দিকে নবাবগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন উপজেলা ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক মো. তবিবুর রহমান।

তিনি জানান, গত বৃহস্পতিবার রাতে সুমি তার ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত ও তাকে নিয়ে কটূক্তি করেন।

নবাবগঞ্জ থানার ওসি সুব্রত কুমার জানান, ঘটনার সত্যতা পেয়ে রাতেই সুমিকে গ্রেফতার করা হয়েছে।

আলেমদের নিয়ে নতুন দল গঠনের প্রস্তাব ওবায়দুল কাদেরের


সম্পর্কিত খবর