বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬ নড়াইল-২ এনপিপির চেয়ারম্যানকে ‘গ্রিন সিগন্যাল’ ঢাকাস্থ বাজিতপুর-নিকলী উলামা পরিষদের মতবিনিময়, কর্মসূচি গ্রহণ মিসরে বাংলাদেশি ছাত্রদের সংগঠন ‘ইত্তিহাদ’-এর নতুন কমিটি দাওরায়ে হাদিস সনদধারীদের নিয়োগে ধর্ম উপদেষ্টার ডিও লেটার

মালালার ওপর হামলার ঘটনা ছিল সাজানো নাটক!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তান সংসদের তেহরিক ই ইনসাফের সাংসদ মুসারাত আহমাদ জেব দাবি করেছেন, শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফ জাইয়ের ওপর হামলা ছিল সাজানো নাটক। যা সম্পূর্ণই পূর্ব পরিকল্পিত।

শনিবার এক টুইট বার্তায় মুসারাত এই দাবি জানান। খবর ডনের

তিনি দাবি করে বলেন, মালালার ওপর পূর্ব পরিকল্পনা অনুসারে এবং সাজানো হামলা হয়েছিল। এই হামলা পরিকল্পনার সঙ্গে কিছু মানবাধিকার কর্মীসহ একাধিক পক্ষ জড়িত বলেও তিনি দাবি করেন।

মুসারাত আরও বলেন, মালালার উপর হামলার পর তার চিকিৎসায় নিয়োজিত ডাক্তাররাও ছিল সরকারের সাজানো এবং পুরো পরিকল্পনার অংশ।

সাংসদ মুসারাতকে এমন সাজানো ‘নাটক’ করার প্রস্তাব দেয়া হয়েছিল বলেও তিনি জানান। অন্য দেশে আশ্রয় নেবার কোনো আগ্রহ না থাকায় তিনি সেই প্রস্তাবে রাজি হননি বলেও জানান মুসারাত।

উল্লেখ্য, ২০১২ সালের দিকে পাকিস্তানের তালেবান জঙ্গী অধ্যুষিত সোয়াত উপত্যকায় স্কুলছাত্রী মালালার ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। হামলার পর তাকে গুরুতর আহত অবস্থায় পেশোয়ারের একটি সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে সেখান থেকে লন্ডনে পাঠানো হয় তাকে।

সে সময় ওই হামলার দায়িত্ব স্বীকার করেছিল পাকিস্তানের তেগরিক ই তালেবান গোষ্ঠী। শুধু তাই নয়, মালালা বেঁচে থাকলে তার ওপর আবারও হামলা চালানো হবে বলেও ঘোষণা দিয়েছিলেন তালেবান মুখপাত্র এনসানউল্লাহ।

যেভাবে কোটিপতি মালালা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ