রবিবার, ২৪ আগস্ট ২০২৫ ।। ৯ ভাদ্র ১৪৩২ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আমীরে হেফাজতের সাথে খাগড়াছড়ি জেলা নেতাদের সৌজন্য সাক্ষাৎ ডাকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্টের দাবি রাজনীতি ত্যাগ ছাড়া সম্ভব নয়: এ্যানি বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে এক চুক্তি ও ৫ সমঝোতা সই বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে জেলাজুড়ে সড়ক অবরোধ ও হরতাল ভুয়া প্রেস বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হতে নেতাকর্মীদের অনুরোধ রিজভীর নেত্রকোনা-১ আসনে জমিয়তের পক্ষে লড়বেন মুফতি মোস্তাফিজুর রহমান নোমানী নোয়াখালীতে খেলাফত মজলিসের দাওয়াতী কার্যক্রম উদ্বোধন চান্দিনার মাধাইয়া ও কেরনখাল ইউনিয়নে ইসলামী আন্দোলনের কর্মী সভা অনুষ্ঠিত ময়মনসিংহ-২ আসনে খেজুর গাছ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাওলানা আবু রায়হান মক্কী

খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশি অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশি অভিযানের সংবাদ। সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে শেষ সকাল সাড়ে নয়টায়।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ করেই অতিরিক্ত সংখ্যক পুলিশ খালেদার কার্যালয়ে প্রবেশ করে এ তল্লাশি শুরু করে।

রাষ্ট্রবিরোধী কোনও কর্ম কাণ্ড কিংবা কোনও ডকুমেন্ট সেখানে রয়েছে কি না তা দেখা হচ্ছে এই তল্লাশিতে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রধান বিচারপতি স্বাধীন বিচার বিভাগের জন্য চেষ্টা করছেন: মওদুদ আহমদ

আবু বকর সিদ্দিক জানান, আদালতের একটি সার্চ  ওয়ারেন্টের ভিত্তিতে এই তল্লাশি চালাচ্ছেন তারা

বিএনপির সহ দপ্তরর সম্পাদক তাইফুল ইসলাম টিপু ও খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খানও বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা বলেন, 'সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ করে গুলশান থানার অতিরিক্ত পুলিশ কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এরপর কয়েকজন ম্যাডামের কার্যালয়ে প্রবেশ করেছে। তবে কেন এবং কী কারণে পুলিশ কার্যালয়ে তল্লাশি চালাচ্ছে তা আমরা জানি না। '

শায়রুল কবির খান বলেন, 'আমরা তাদের কাছে কার্যালয়ে প্রবেশের বিষয়ে জিজ্ঞাসা করলে তারা শুধু বলেছেন- আমরা কার্যালয়ের ভেতরে যাব, যেতে দিন। '

কার্যালয়ের সামনেও বিপুলসংখ্যক পুলিশ অবস্থান নিয়েছে। সেখানে গণমাধ্যমকর্মী থেকে শুরু করে কাউকে যেতে দিচ্ছে না।

তল্লাশি শুরুর আগে পুলিশ কার্যালয়ে থাকা ব্যক্তিদের মোবাইল নিয়ে নেয়।

-এআরকে

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ