শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৫ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
শিক্ষক ও বাবুর্চি নিয়োগ দেবে রাজধানীর আল্লামা শামসুল হক রহ.মাদরাসা উপজেলা নির্বাচনে যাচ্ছে কি ইসলামি দলগুলো? পাঠ্যপুস্তকের ওপর নির্ভরশীল হয়ে স্মার্ট জেনারেশন সৃষ্টি সম্ভব নয়: শিক্ষামন্ত্রী বিচ্ছিন্নভাবে দে‌শের স্বার্থ অর্জন করার সুযোগ নেই : সেনা প্রধান স্বাস্থ্য সুরক্ষা আইন সংসদে পাশ করব : স্বাস্থ্যমন্ত্রী যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝে পড়ে ট্রাফিক কনস্টেবল আহত আ.লীগের মন্ত্রী-এমপির আত্মীয়দের উপজেলা নির্বাচনে নিষেধাজ্ঞা; অমান্য করলে ব্যবস্থা ফকিহুল মিল্লাত রহ. এর পরামর্শ -‘ফারেগিন কার সঙ্গে পরামর্শ করবে’ ঢাকায় চালু হলো চীনা ভিসা সেন্টার ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেওয়া নিয়ে ভোট শুক্রবার

বাহাস এড়াতে এনায়েতুল্লাহ আব্বাসীর নতুন কৌশল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আগামী ২৫ তারিখে অনুষ্ঠতিব্য বহুল আলোচিত বাহাসের যেনো রহস্যের কোনো শেষ নেই। এবার কেঁচো খুড়তেই বেড়িয়ে এলো সাপ। এবার অভিযোগ উঠেছে, ফাউন্ডেশন মিলনায়তনের বরাদ্দ বাতিল করার জন্য স্বয়ং ড. এনায়েতুল্লাহ আব্বাসিই দিয়েছেন বিকল্প দরখাস্ত।

একই দিন একই সময়ে হলের বরাদ্দ চেয়ে আবেদন করেছে ‘তাহরিকে খাতমে নাবুয়্যাত’ নামক আরেকটি সংগঠন। আওয়ার ইসলামের অনুসন্ধানে জানা গেছে,  এ সংগঠনের আমীর  ড. মুফতি সৈয়দ মোহাম্মাদ এনায়েতুল্লাহ আববাসী।

আওয়ার ইসলাম তার অনুসন্ধানে আরও জানতে পেরেছে যে,  ২৫ তারিখ বাহাসের জন্য জন্য ‘ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মিলনায়তনের বরাদ্দ চেয়ে দরখাস্ত করা হয়। কিন্তু অনুমতি দেয় নি ইফা কর্তৃপক্ষ। কারণ অনুসন্ধানে ফাউন্ডেশন ডিজির কাছে যান দুই পক্ষের ‍দুজন প্রতিনিধি।

২য় পক্ষে তালিমুদ্দিন ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালক আবদুস সবুর খান এবং ১ম পক্ষ তথা ড. এনায়েতুল্লাহ আব্বাসীর পক্ষে মুহাম্মদ মাহদী। তাদের উভয়ের উপস্থিতি ইসলামিক ফাউন্ডেশনেরদাওয়াহ বিভাগের প্রধান নিশ্চিত করেন, একই দিনে, একই সময়ে একই তারিখে “পবিত্র মাহে রমজানের গুরত্ব ও তাৎপর্য” শীর্ষক আলোচনা সভার জন্য অনুমতি চেয়ে দরখাস্ত প্রদান করেছে তাহরিকে খাতমে নাবুয়্যাত নামক একটি সংগঠন। এবং এ দরখাস্ত এসেছে, আব্বাসী মঞ্জিল থেকে।

২৫ মে বাহাস নিয়ে মুখ খুললেন মুফতি মিযানুর রহমান সাঈদ

২৫ মে বাহাসের অনুমতি মিলেনি ফাউন্ডেশন মিলনায়তনে

এ ব্যাপারে দ্বিতীয় পক্ষের প্রতিনিধি আবদুস সবুর খান আওয়ার ইসলামকে আরও জানান,  ‘গতকাল কথা ছিল, আজকে আমরা যাত্রাবাড়ি মাদ্রাসায় (মাওলানা মাহমুদুল হাসান সাহেবের মাদ্রাসা) যাব ওখানে বাহাস হওয়ার সংক্রান্ত বিষয়ে হযরতের অনুমতি নিতে। দুই পক্ষে সম্মতিতে এই কথার উপর ভিত্তি করেই গতকালকের প্রোগ্রাম শেষ হয়। যা লাইভ ভিডিওতেও স্পষ্ট দেখা যাচ্ছে।’

 ২৫ মে বাহাস নিয়ে বিভ্রান্তি ও কিছু কথা

‘কিন্তু গতকাল রাত্রেই আমাকে ১ম পক্ষের প্রতিনিধি মাহদী ফোন দিয়ে বলল, আজকে আব্বাসীর মাদ্রাসায় খতমে বুখারী। তো জায়গা কোথায় হতে পারে সেই বিষয়ে আলোচনার জন্য শুক্রবার বাইতুল মোকাররম বসা হবে। আমি সাথে সাথে প্রতিবাদ করি।’

তিনি আরও বলেন, ‘আমি তাকে বলি, এই মাত্র আপনাদের মুবাহির মঞ্জুর সাহেবের সাথেও কথা হয়েছে। তিনি বললেন যাত্রাবাড়ী হুজুরকে যেন মুফতি মিযান সাহেব ফোন করেন এবং আব্বাসী সাহেবকে ফোন করার কথা উনি বলবেন। সকালেও একই কথা হয়েছে। আর আপনি এখন এই কথা বলছেন কেন?  কিন্তু  সে বিষয়টি সরাসরি অস্বীকার করে আমাকে অবাক করে দেয়।’

-এআরকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ