বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

ভাস্কর্য অপসারণে আইনজীবীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : এবার  সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রীক দেবীর ভাস্কর্য অপসারণ করার ব্যাপারে একাত্মতা ঘোষণা করলো আইনজীবীদের একাংশ। তারা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে মূর্তি অপসারণ করতে ২৪ ঘণ্টার সময় বেধে দিয়েছেন।

বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী ভবনের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ আলটিমেটাম দেয়া হয়। ভাস্কর্য অপসারণ না হওয়া পর্যন্ত প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণাও দেয়া হয় মানববন্ধন থেকে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন আশরাফ উজ্জামান, এ বি এম নুরুল ইসলাম, মুন্সি কবির হোসেন, আবুল হাসেন, সরোয়ার হোসেন, আরিফুল ইসলাম প্রমুখ।

গ্রিক দেবির ভাস্কর্য নিয়ে আপত্তি সংস্কৃতিকর্মীদেরও

সুপ্রিম কোর্ট থেকে ভাস্কর্য সরাতে বললেন প্রধানমন্ত্রী

মানববন্ধনে আইনজীবীরা বলেন, সুপ্রিম কোর্টের নকশায় কোথাও এই এমন ভাস্কর্যর কথা বলা নেই। কারো সাথে পরামর্শ না করে প্রধান বিচারপতি তার একক সিদ্ধান্তে এটি স্থাপন করেছেন। এতে প্রধান বিচারপতির ভাবমূর্তিই নষ্ট হয়েছে বলেও মন্তব্য করা হয় মানববন্ধনে।

সুপ্রিম কোর্টের মূলভবনের সামনে শাপলা ফোয়ার মধ্যে স্থাপিত ভাস্কর্য অপসারণের বিরোধিতা করে আসছেন হেফাজতে ইসলামসহ ইসলামী দলগুলো। ওলামা লীগও এর বিরোধীতা করে সভা, সমাবেশ বিবৃতি দিয়েছে। এ নিয়ে হাইকোর্টে একটি রিটও দায়ের করা হয়েছে।

গত ১০ এপ্রিল গণভবনে কওমি মাদ্রাসার স্বীকৃতি প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেন, তিনি ব্যক্তিগতভাবে মনে করেন, এটা এখানে থাকা উচিৎ না। এ নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে কথা বলবেন বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

১৬ এপ্রিল এক অনুষ্ঠানে প্রধান বিচারপতির সঙ্গে দেখা হয় প্রধানমন্ত্রী। সেখানে ভাস্কর্য বিষয়ে দুই জনের মধ্যে কথা হয় বলে পরদিন মন্ত্রিসভার বৈঠকে শেখ হাসিনা জানান। তিনি এই ভাস্কর্যটি অপসারণ করতে অথবা এমন জায়গায় স্থাপন করার পরামর্শ দিয়েছেন যাতে জাতীয় ঈদগাহ ময়দান থেকে সেটা দেখা না যায়। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

-এআরকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ