মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


ব্রিটিশ সরকার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে: লেবার পার্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টি তাদের জাতীয় নির্বাচনের ইশতেহারে ঘোষণা করেছে যে, তারা ক্ষমতায় যেতে পারলে দ্রুতই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।

দলের প্রধান জেরেমি কোরবিন মঙ্গলবার ব্রাডফোর্ডে এক অনুষ্ঠানে বলেছেন, নির্বাচনী মেনিফেস্টোতে ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বের অবসান ঘটানোর আহ্বান জানানো হয়েছে।

পাশাপাশি গাজা উপত্যকার ওপর ইসরাইলের আরোপ করা অবরোধ তুলে নেয়ার কথা বলা হয়েছে। আগামী ৮ জুন ব্রিটেনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।

লেবার দলের মেনিফেস্টোতে আরো বলা হয়েছে, তারা দুই রাষ্ট্রের ভিত্তিতে মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ শান্তি প্রতিষ্ঠার পক্ষে। দলটি ইসরাইল রাষ্ট্রের পাশাপাশি টেকসই ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে অবস্থান ঘোষণা করেছে।

এ মেনিফেস্টেোতে লেবার দল তাদের ভাষায় বলেছে, সামরিক উপায়ে ফিলিস্তিন সংকটের কোনো সমাধান নেই এবং শান্তি প্রক্রিয়া কঠিন হয় এমন যেকোনো পদক্ষেপ নেয়া থেকে সব পক্ষকেই দলটি আহ্বান জানিয়েছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ