বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ।। ২৫ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে হাতপাখার বিজয় নিশ্চিত করতে হবে: পীর সাহেব চরমোনাই ‘মানুষ জানতে চায় ক্ষমতায় গেলে রাজনৈতিক দলগুলো জনগণের জন্য কী করবে’ খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা রাজারবাগে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার পদত্যাগের পর আসিফ-মাহফুজকে যে পরামর্শ দিলেন প্রধান উপদেষ্টা কারওয়ান বাজারে মুঠোফোন ব্যবসায়ীদের সড়ক অবরোধ কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় ওলামায় কেরামের বিকল্প নেই: শায়খে চরমোনাই গোপালগঞ্জে পুলিশ সুপারের সঙ্গে ইসলামী আন্দোলন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পদত্যাগ করেছেন দুই উপদেষ্টা তফসিল: বিটিভি ও বেতারে রেকর্ড হলো সিইসির ভাষণ

দর্জি থেকে দাওরা পরীক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহবুবুর রহমান নোমানী

মুহাম্মদ ইদ্রিস। এখন তিনি মাওলানা ইদ্রিস। আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কাওমিয়া বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদিসের পরীক্ষার বয়স্ক পরীক্ষার্থী।

প্রবেশপত্র অনুযায়ী তার জন্ম তারিখ-০২-১২-১৯৬০। এ বছর তার মেয়ে মুতাওয়াসসিতা মারহালায় (৭ম শ্রেণি) বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। একইসঙ্গে ছেলে মাহমুদ দাওরায়ে হাদিসের পরীক্ষা দেয়ার কথা। কিন্তু তার দুটি বছর গ্যাপ হওয়ায় এ বছর মিরপুর আরজবাদ মাদরাসায় ফজিলত উলার (একাদশ শ্রেণি) বার্ষিক পরীক্ষা দিয়েছে।

মাওলানা ইদ্রিস ছোট বেলায় মাদরসায় ভর্তি হলেও আর্থিক অসচ্ছলতার দরুন লেখা-পড়া বেশিদূর করতে পারেননি। দর্জি কাজ শিখে দরিদ্র বাবার সহযোগিতায় লেগে যান। কিন্তু লেখা-পড়ার প্রতি তার প্রবল আগ্রহ ছিল। সব সময় দোয়া করতেন, আল্লাহ যেন তাকে আলেম হিসেবে কবুল করেন। নিজ গ্রামের প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া থেকে (তিনি তখন সে মাদরাসার সেক্রেটারি) ছেলে পবিত্র কুরআনের হেফজ সমাপ্ত করার পর তাকে মালিবাগ মাদরাসায় ভর্তি করে দেন। মাঝপথে ছেলের লেখা-পড়ায় অমনোযোগী দেখে তাকে নিয়ে ২০১০ সালে তাবলিগে চলে যান। সেখানে গিয়েই তিনি নতুন করে ইলমেদ্বীন শিক্ষার প্রেরণা লাভ করেন।

তারপর দারুল ইহসান ইউনিভার্সিটির শিক্ষক মুফতি মিজানুর রহমানের কাছে কওমি মাদরাসার প্রাথমিক স্তরের আরবি কিতাব এবং মুফতি সুহাইলের কাছে কুদুরি পর্যন্ত ফিকাহর কিতাব পড়েন। এরপর টঙ্গীর সওতুল হেরা মাদরসায় সানাবিয়া উলইয়া জামাতে ভর্তি হয়ে এ বছর দাওরায়ে হাদিস সমাপ্ত করেন।

এ বয়সে পড়াশোনাকে পড়া-প্রতিবেশি, আত্মীয়-স্বজন আঁড় চোখে দেখলেও স্ত্রী সব সময় তাকে সাহস দিয়েছেন। আর মাদরাসার জীবনে তিনি পেয়েছেন উস্তাদগণের পরম ভালোবাসা। সহপাঠীদের শ্রদ্ধা ও মান্যতার কথাও জানিয়েছেন তিনি।

পাঁজরের হাড়ের ক্ষয় হওয়াতে ফ্লোরে বসে পড়তে তার খুব কষ্ট হয়, তাই মাদরসার পক্ষ থেকে চেয়ার-টেবিলের ব্যবস্থা করে দেয়া হয়েছে। লেখা-পড়ায় তার হিম্মত ও পরিশ্রম ঈর্ষণীয়। অযথা সময় নষ্ট করেন না।

মাদরাসার আইন-কানুনের প্রতি খুবই যত্মশীল। আগামীতে তিনি তাখাসসুস ফিল ফিকহে ওয়াল ইফতা পড়ারও ইচ্ছা রাখেন। এ ব্যাপারে স্ত্রীর অনুমতিও নিয়েছেন। আর জীবনের অবশিষ্ট দিনগুলো দ্বীনের প্রচার-প্রসারের খেদমতের ব্যয় করে যেতে যান।

মাওলানা ইদ্রিসের জন্মস্থান ঢাকার আশুলিয়ার কোনাপাড়া গ্রামে। সংসার জীবন নিয়ে তার কোনো টেনশন করতে হয় না। এলাকার বাজারে তার একটি টেইলার্স রয়েছে যেখানে কয়েকজন কর্মী খাটান তিনি। সেটি দিয়েই তার সংসার চলে যায়।

কওমির ছাত্র-শিক্ষকদের মধ্যে যে সারল্য সহযোগিতা এবং অবিলাসী জীবন সেটি আর কোথাও পাইনি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ