বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ।। ৫ বৈশাখ ১৪৩১ ।। ৯ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
উপজেলা নির্বাচনে যাচ্ছে কি ইসলামি দলগুলো? পাঠ্যপুস্তকের ওপর নির্ভরশীল হয়ে স্মার্ট জেনারেশন সৃষ্টি সম্ভব নয়: শিক্ষামন্ত্রী বিচ্ছিন্নভাবে দে‌শের স্বার্থ অর্জন করার সুযোগ নেই : সেনা প্রধান স্বাস্থ্য সুরক্ষা আইন সংসদে পাশ করব : স্বাস্থ্যমন্ত্রী যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝে পড়ে ট্রাফিক কনস্টেবল আহত আ.লীগের মন্ত্রী-এমপির আত্মীয়দের উপজেলা নির্বাচনে নিষেধাজ্ঞা; অমান্য করলে ব্যবস্থা ফকিহুল মিল্লাত রহ. এর পরামর্শ -‘ফারেগিন কার সঙ্গে পরামর্শ করবে’ ঢাকায় চালু হলো চীনা ভিসা সেন্টার ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেওয়া নিয়ে ভোট শুক্রবার ৬ দিনের সফরে থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী

অতীতে কী ছিল, এখন যেমন দেখছি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাসিম মুমতাজী

ঊষায় সূর্যোদয় হয়, সাঁঝে অস্ত যায়৷ আঁধার রাতে চাঁদ মামা হেসে উঠে, আবার আঁধারে মুখ লুকায় ৷ দূর আকাশে মিটিমিটি তারকা জ্বলে, তারপর বহুদূরে হারিয়ে যায়৷ এধারা আবহমানকাল ধরেই৷ অদ্যাবধি এর ব্যতিক্রম ঘটেনি ৷ আজ পর্যন্ত এক নিয়মেই চলে আসছে ৷ কখনো কোনো পরিবর্তন ঘটেনি ৷ তাহলে?!

চন্দ্র-সূর্য-তারকার রোজকার ব্যবস্থাপনায় কোনো রদবদল না হলেও এক মহান জাতি— যারা কায়সার-কিসরার প্রাসাদ-রাজত্ব ধূলিস্যাৎ করেছিলো ৷ রোম-ইরানের শাহী তখত’পরে অশ্ব চালিয়েছিলো ৷ রোমান-পারসিকদের দম্ভ-অহমিকার শীর্ষ চূড়া মাটিতে মিশিয়ে দিয়েছিলো ৷ আফ্রিকার অসভ্য-বর্বর জাতিগুলোকে শিক্ষা-সভ্যতার আলো দেখিয়েছিলো ৷ সাত সমুদ্র পাড়ি দিয়ে পিরিনিজ পর্বতমালা¹ পর্যন্ত দ্বীন-ইসলামের বিজয়-কেতন উড্ডীন করেছিলো ৷ পৌত্তলিকতার গহীন অরণ্যে হক্বের আওয়াজ বুলন্দ করেছিলো ৷ প্রথম কেবলা দু’দুবার মুশরিকদের হাত থেকে উদ্ধার করেছিলো ৷ সভ্যতার দাবিদার আজকের ইউরোপকে চরম মূর্খতার গহীন অন্ধকার থেকে চরম শিখরে উন্নীত করেছিলো— সে জাতির শৌর্য-বীর্যে আজ পড়েছে ভাটা ৷ হারিয়েছে অর্জিত গৌরব৷ ভুলে গেছে অতীত ইতিহাস৷

ঐযে সূর্য, উম্মাহ’র বীর সেনানীদের শত্রু সামনে বুক ফুলিয়ে দাঁড়াতে দেখেছে ৷ ঐযে চাঁদ-তারা, রাতের নামাজে ক্রন্দনরত মুজাহিদদের অবস্থা পর্যবেক্ষণ করেছে ৷ এইযে জমিন, যার বুকে রচিত হয়েছে জীবন্ত ইতিহাস ৷ এরা সবাই প্রত্যক্ষদর্শী ৷ কিন্তু আমরা তাদের সাক্ষ্য গ্রহণ করছি না ৷ যার কারণে ধ্বংস হয়েছে ‘দারুল হিকমাহ’²৷ সেখানকার সমস্ত কিতাবাদি বিলীন হয়ে গেছে নদীগর্ভে৷ ‘উন্দুলুসে’র³ হুকুমত চলে গিয়েছে নাসারাদের হাতে ৷ সেখানকার মাঠে-ঘাটে ভস্মীভূত সহস্র-লক্ষাধিক কিতাবের কবর রচিত হয়েছে ৷ বাইতুল মুকাদ্দাস⁴ বেদখল হয়েছে ৷ হিন্দুস্তানের পবিত্র ভূমি হাতছাড়া হয়েছে৷ বাবরী মসজিদ5 শহীদ হয়েছে ৷ আরো কত কী…! কিন্তু এতকিছুর পরও আমরা অচেতন৷ আজও ঘুম ভাঙেনি আমাদের ৷ ইতিহাস আমাদের নিদ্রা থেকে জাগাতে পারেনি ৷ হায়!

টীকা:—
① ফ্রান্সের লূর্দ শহরে অবস্থিত পিরেনিজ পর্বতমালা ৷

② মধ্যপ্রাচ্যের রাষ্ট্র ইরাকের রাজধানী। খলীফা মামুনুর রশীদের আমলে যখন জ্ঞান-বিজ্ঞানের খুব চর্চা ছিলো, তখন তাকে দারুল হিকমাহ ঘোষণা করা হয় ৷

③ স্পেন ৷ পশ্চিম দিকে পর্তুগাল এবং উত্তর-পূর্ব দিকে ফ্রান্স ও অ্যান্ডোরার সঙ্গে সংলগ্ন। দেশটির উত্তরে বিস্কাই উপসাগর, দক্ষিণ দিকে জিব্রাল্টার প্রণালী, প্রণালীর দক্ষিণে মরক্কো, পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগর। পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে ভূমধ্যসাগর।

④ মসজিদুল আকসা ৷ আরবি ভাষায়: المسجد الاقصى‎ ৷ আল-আকসা মসজিদ বা বাইতুল মুকাদ্দাস নামেও পরিচিত ৷ ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ ৷ জেরুজালেমের পুরনো শহরে এটি অবস্থিত ৷

⑤ বাবরি মসজিদ ভারতের উত্তর প্রদেশের ফৈজাবাদ জেলার অযোধ্যা শহরের রামকোট হিলের উপর অবস্থিত একটি প্রাচীন মসজিদ।

কেমন হচ্ছে দাওরা পরীক্ষা, বিশিষ্টজনদের মতামত


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ