মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৫


দেওবন্দে ৬দিনব্যাপী খতমে নবুওয়ত কোর্স শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: উম্মুল মাদারিস ভারতের দারুল উলুম দেওবন্দে ৬দিনব্যাপী ‘তাহাফ্ফুজে খতমে নবুওয়াত’ কোর্স শুরু হচ্ছে আজ৷

বাদ মাগরিব দেওবন্দের কদিম দারুল হাদিসের ২য় তলায় আনুষ্ঠানিকভাবে কোর্সের প্রথম নিশাস্ত (বৈঠক) শুরু হবে৷ এতে উদ্বোধনী বয়ান পেশ করবেন মাদরাসার সম্মানিত মুহতামিম আল্লামা মুফতি আবুল কাসিম নোমানি দা. বা.।

অন্যান্য বছরের ন্যায় এবারও কোর্সটির আয়োজন করেছে দেওবন্দের ‘কুল হিন্দ মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়াত’ বিভাগ৷

একজন দায়িত্বশীলের সঙ্গে কথা বলে জানা যায় ইতোমধ্যেই কোর্সে অংশ গ্রহণকারী সকলের নাম ঠিকানা রেজিষ্ট্রেশন, আবাসিক ব্যবস্থাসহ যাবতীয় প্রস্তততি সম্পন্ন হয়েছে৷

তিনি জানান, দারুল উলুমের উস্তাদদের ছাড়াও ভারতের বিশিষ্ট কয়েকজন আলেম তারবিয়াতি বয়ান পেশ করবেন৷ কোর্সে কী কী বিষয়ে শিক্ষার্থীদের পাঠ দেয়া হবে জানতে চাইলে তিনি বলেন, খতমে নবুওয়াত কী, খতমে নবুওয়াতের উদ্দেশ্য, কাদিয়ানি মতবাদ, মাহদিয়্যত মতবাদ, কাদিয়ানি মতবাদের অসারতা, বাহাই মতবাদ, বাবা মতবাদ, নুযুলে ঈসা আ. ইমাম মাহদির আগমণ, খতমে নবুওয়াত বনাব নব্য ফেৎনা ইত্যাদি সম্পর্কে শিক্ষার্থীদের পাঠ দেয়া হবে৷

থাকবে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বও৷

কোর্সটি আগামী ২১মে বাদ মাগরিব শেষ হবার কথা রয়েছে৷ কোর্স সম্পন্নকারীদের জন্য সম্মাননা সনদ প্রদান ও মূল্যবান কিতাবস হাদিয়া দেয়া হবে বলে জানা গেছে৷

উল্লেখ্য, কোর্সটির জন্য প্রায় দুই মাস আগেই আবেদনপত্র জমা দিতে হয়েছে আগ্রহীদের৷ খুব দ্রুত কোটা পূর্ণ হয়ে যাওয়ায় অনেক শিক্ষার্থীইর আবেদন গ্রহণ করা যায়নি৷ যাদের নাম দপতরে এহতেমাম থেকে সিলেক্ট করা হয়েছে কেবল তারাই অংশ গ্রহণের সুযোগ পাচ্ছেন৷

এআরকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ