শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


চট্রগ্রামে হয়ে গেল 'যাদের ত্যাগে ইলম পেলাম' গ্রন্থের প্রকাশনা উৎসব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ রাকিব হাসান: চট্টগ্রামের মেহেদীবাগস্থ সিডিএ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মাহবুবুর রহমান নিজামী কর্তৃক বাংলা ও উর্দূ ভাষায় সংকলিত “যাদের ত্যাগে এ ইলম পেলাম” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

গত ১৩ মে’১৭ শনিবার চট্টগ্রাম মুসলিম হলে অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে দেশ বরেণ্য মুসলিম স্কলারগণ যোগদান করেন। তাদের আলোচনায় এ গ্রন্থের বিভিন্ন দিক উঠে এসেছে।

৭৯২ পৃষ্ঠার এ গ্রন্থে ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের ৭০ জন দেওবন্দী সিলসিলার শীর্ষস্থানীয় আলিমে দ্বীনের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরা হয়েছে।অনুষ্টানে উপস্থিত দেশের শীর্ষস্থানীয় আলেম ও বিশিষ্ট ইসলামি স্কলার ড. আ ফ ম খালিদ হুসাইন বলেন, “দেশবরেণ্য ও আলোকিত আলিমদের জীবনসাধনার আলেখ্য গণমানুষের কাছে তুলে ধরতে হবে। এ মহৎ কাজটি করার জন্য আমরা তাকে আন্তরিক অভিনন্দন জানাই।"

তিনি তার বক্তব্যে গ্রন্থটির পরিচয় তুলে ধরে এসব কথা বলেন এবং গ্রন্থটিকে ইতিহাসের অনবদ্য দলিল আখ্যায়িত করেন।

আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারী হাফেয নাজমুস সাকিবের তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় ।

এত প্রধান অতিথি ছিলেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য বিশিষ্ট কবি জনাব ড. আহসান সাইয়েদ। আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আ ক ম আবদুল কাদের, ড. নেজামুদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মুহিব্বুল্লাহ সিদ্দিকী, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়েরপ্রফেসর জনাব মুহাম্মদ এমদাদ হোছাইন, মাওলানা নূরুল আমিন মাহদী, মাওলানা ছারওয়ার কামাল আজিজী, মাওলানা জসিমুদ্দিন নদভী প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন, মাওলানা খন্দকার হামিদুল্লাহ ও মাওলানা রেজাউল করিম এবং কন্ঠশিল্পী আসহাবুদ্দীন আল আজাদ অনুষ্ঠানে সঙ্গিত পরিবেশন করেন।

হজে নারীর ছবি আর ছাত্রীদের পরীক্ষায় ছবির বিষয়টি এক নয়


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ