শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


চীনা সাবমেরিন ভিড়তে দেবে না শ্রীলংকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কলম্বো বন্দরে চীনের একটি সাবমেরিন ভিড়তে দেয়ার অনুরোধ নাকচ করেছে শ্রীলংকা সরকার। ভারতের প্রতিবাদের মুখে দেশটি এই সিদ্ধান্ত নিয়েছে। ২০১৪ সালে এ ধরনের এক সফরে চীনা সাবমেরিন কলম্বো বন্দরে ভিড়েছিল। ওই ঘট্নায় ক্ষুব্ধ হয় ভারত।

নাম প্রকাশে অনিচ্ছুক শ্রীলংকার একজন কর্মকর্তা জানান, “চীন সরকার সাবমেরিন ভেড়ানোর অনুমতি চেয়েছিল কিন্তু আমরা তা নাকচ করেছি কারণ এটা খুবই সংবেদনশীল একটা ইস্যু।” বুদ্ধপূর্ণিমা উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন প্রধান অতিথি হিসেবে শ্রীলংকার বিশাক দ্বীপ সফর করছেন তখন চীনা অনুরোধ নাকচের এ ঘটনা ঘটলো।

মোদি শ্রীংলংকা থেকে দেশে ফিরবেন শুক্রবার সন্ধ্যায় আর আাগমী সপ্তাহে চীনা সাবমেরিন কলম্বো বন্দরে ভিড়ার অনুমতি চেয়েছিল। কলম্বোয় অবস্থিত চীনা দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করে নি।

সাবেক প্রেসিডেন্ট রাজা পাকসের সময় শ্রীলংকায় চীনা প্রভাব বেড়েছে বলে উদ্বেগে রয়েছে ভারত। ২০১৫ সালে প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা শ্রীলংকার ক্ষমতায় আসার পর চীনের সঙ্গে সম্পর্ক কমানোর অঙ্গীকার ব্যক্ত করেছিলেন।


সম্পর্কিত খবর