শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


ফতোয়া যেন কারো অধিকার কেড়ে না নেয়: বলল এলাহাবাদ কোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তালাক ইস্যুতে কঠোর বক্তব্য দিল ভারতের এলাহাবাদ কোর্ট। মঙ্গলবার কোর্ট বলেছে, মুসলিম ব্যক্তিগত আইনের নামে নারীদের অধিকার যেন লঙ্ঘিত না হয়।

আদালত আরও জানায়, তিন তালাক সাম্যের অধিকার নীতি লঙ্ঘন করছে। মুসলিম পুরুষ এই ক্ষমতা প্রয়োগ করে বিবাহবিচ্ছেদ চাইতে পারেন না। ব্যক্তিগত আইন যেন সংবিধানের মূল বক্তব্যের পরিপন্থী না হয়।

আদালতের ভাষায়, কোনো ফতোয়া যেন কারো অধিকার কেড়ে না নেয়। তিন তালাক নিয়ে কঠোর মন্তব্য করে এলাহাবাদ হাইকোর্ট জানিয়েছে, ‘‌এই আইনকে কোনোভাবেই চলতে দেয়া যায় না। কারণ আইনের বিচারেই এটা খারাপ। মুসলিমদের বিবাহ একটা চুক্তি। স্বামী এক তরফাভাবে তা খারিজ করতে পারেন না। ’

স্বামীর বিরুদ্ধে পণের জন্য অত্যাচার এবং শারীরিক নির্যাতনের অভিযোগে আদালতে মামলা করেন এক মুসলিম গৃহবধূ। তিনি বলেন, চাহিদামত পণ দিতে না পারায়, তাঁর স্বামী বিবাহবিচ্ছেদ দিয়েছেন। ১৯ এপ্রিলের এই শুনানির ঘটনা বৃহস্পতিবার প্রকাশ্যে এনেছে আদালত। দেখা যাচ্ছে, তাঁর বিরুদ্ধে ফৌজদারি ধারায় যাতে মামলা না ওঠে তার আর্জি জানিয়েছিলেন অভিযুক্ত ব্যক্তি। আদালত তা খারিজ করেছে। ‌‌

মাদরাসায় বোমা হামলা; ১ শিক্ষকসহ ৮ শিক্ষার্থী নিহত


সম্পর্কিত খবর