আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'আওয়ামী লীগের আসল ভিশনের পাল্টা নকল ভিশন দিয়ে বিএনপি ক্ষমতায় যাওয়ার নীলনকশা করছে। বিএনপির অভ্যাসই হল দেখাদেখি, পাল্টাপাল্টি একটা কিছু তাদের করতে হবে। বিএনপির এই নীলনকশা জনগণ বাস্তবায়ন করতে দিবে না। শেখ হাসিনার উন্নয়নের ভিশনকে জনগণ গ্রহণ করেছে।'
সেতুমন্ত্রী মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার জেলার বড়লেখা ও জুড়ী উপজেলার হাকালুকি অংশে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এসময় মন্ত্রী বলেন, 'বিএনপি এখন নিজেদের মধ্যেই মারামারি করছে। কেন্দ্রীয় নেতারা মফস্বলে গিয়ে মারামারির মুখে ঢাকায় ফিরে আসে। একদল আরেক দলকে সরকারের এজেন্ট বলছে। তারাতো কেন্দ্রীয় অফিসের নেতারা একজন আরেকজনকে বিশ্বাস করে না।'
'বিএনপির নিজেদের মধ্যে আস্থা ও বিশ্বাসের সংকট সৃষ্টি হয়েছে' উল্লেখ করে তিনি বলেন, 'তারা জেলা থেকে গিয়ে সাংগঠনিক কার্যক্রম চার ভাগের একভাগও করতে পারেনি। কারণ তারা নিজেরাই নিজেদের শত্রু। তাদের সভা সমাবেশ নিজেরাই পণ্ড করে। আবার উল্টো পুলিশকে দোষ দেয়।'
বিএনপির সহায়ক সরকারের বিষয়ে ও নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে ওবায়দুল কাদের বলেন, 'সব বিষয়ে বিএনপির একটা ভাঙা রেকর্ড আছে মানি না মানব না। শেষ পর্যন্ত তারা ঠিক জায়গায়ই আসে।' তিনি বলেন, 'তবে তারা নির্বাচনে যাবে। মীর্জা ফখরুলতো ৩০০ আসনের ৯০০ ক্যান্ডিডেট দাঁড় করিয়ে দিয়েছেন। আমি জানিনা, হয়তো এ কারণে মারামারি হচ্ছে। আমাদের মধ্যে সমস্যা হয়না, এটা বলবো না। তবে কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে সভা পণ্ড হওয়ার নজির নাই।'
এর আগে সকালে অকাল বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে জুড়ী উপজেলার নিরোধ বিহারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আশরাফুর রহমানের সভাপতিত্বে ও স্থানীয় ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাসের সঞ্চালনায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি প্রধান অতিথির বক্তব্য রাখেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন প্রমুখ।
এবার বিমানবন্দর এলাকায় স্কুলছাত্রীকে দুদিন আটকে রেখে ধর্ষণ