আমেরিকায় গড়ে দৈনিক বন্দুকের গুলিতে আহত ১৬টি শিশু হাসপাতালে ভর্তি হয়। মার্কিন জাতীয় উপাত্ত ভাণ্ডারের তথ্য বিশ্লেষণ করে গবেষকরা এটি তুলে ধরেছেন।
এ ছাড়া, ২০১২ সালে আমেরিকায় অনূর্ধ্ব ১৭ বছরের পাঁচ হাজার আটশ’র বেশি শিশুকে বন্দুকের গুলিতে আহত হওয়ার কারণে চিকিৎসা করতে হয়েছে। অর্থাৎ দেশটিতে প্রতি এক ঘণ্টা পরপর একজন করে শিশু বন্দুকের গুলিতে আহত হয়েছে।
আমেরিকায় শিশুদের আগ্নেয়াস্ত্রে আহত হওয়ার ৫৭ শতাংশই ঘটনাই অনিচ্ছাকৃত ঘটে বলে গবেষকরা দাবি করেছেন। অবশ্য, শিশুদের আহত হওয়ার ঘটনা জরুরি ভিত্তিতে ঠেকানোর ব্যবস্থা নেয়া প্রয়োজন বলে উল্লেখ করেছেন এ গবেষণায় নেতৃত্বদানকারী চিকিৎসক, আলবার্ট আইনস্টাইন কলেজ অব মেডিসিনের সহকারী অধ্যাপক ড. আলিসা এইচ সিলভার।
পার্সটুডে
ওদের সাম্প্রদায়িকতার জবাব আমরা ভালোবাসার মাধ্যমেই দেব