সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬

শিরোনাম :
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আনিসুজ্জামান চৌধুরী বিরতিকে কাজে লাগিয়ে মুসলিম ফুটবলারদের ওমরা পালন ধর্ষণের বিচারে শরয়ি আইন থাকলে, কোন শিশু আর ধর্ষিত হতো না: উলামা-জনতা ঐক্য পরিষদ শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় ঈদে নতুন নোট বিতরণ স্থগিত ধর্ষণ এবং নারীর পরিচয় নিয়ে অবমাননায় ১৫১ আলেমের বিবৃতি ১০ম তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম ত্রাণ বন্ধের পর এবার গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করছে ইসরায়েল তারাবিতে ফাইভ জি স্পিডে তেলাওয়াত করবেন না: আজহারী ‘আলেমদের বিরুদ্ধে অস্ত্র তোলা জিহাদ নয়, সন্ত্রাসী কার্যক্রম’ পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

আমীরে হেফাজতের কাছে হাদীসের এজাযত নিলেন মদীনা ইউনিভার্সিটির অধ্যাপক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা আজিজুল হক ইসলামাবাদী: সৌদি আরবের জরীর বিন আব্দুল্লাহ আল-বাজলী জামে মসজিদের খতীব এবং মদীনা তৈয়্যবিয়া ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক শায়খ ড. ওহাইব বিন আব্দুর রহমান বিন মুহাম্মদ খওজ আস-সিদ্দিকী (৮ মে) সোমবার সকাল ১০টায় দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ ইসলামী শিক্ষাকেন্দ্র জামিয়া আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী পরিদর্শনে আসেন।

এ সময় তাঁকে অভ্যর্থনা জানান জামিয়ার সিনিয়র শিক্ষক মাওলানা আনাস মাদানী, মাওলানা আনোয়ার শাহ আযহারী, মাওলানা মুনির আহমদ ও মাওলানা শফিউল আলম।

এরপর শায়খ ওহাইব বিন আব্দুর রহমান জামিয়া মহাপরিচালক শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (দা.বা.) ও প্রখ্যাত মুহাদ্দিস আল্লামা হাফেজ মুহাম্মদ জুনায়েদ বাবুনগরী (দা.বা.)এর সাথে সাক্ষাত করেন এবং পরস্পর কুশল বিনিময় করেন। সাক্ষাতপর্ব শেষে সৌদি শায়খ জামিয়ার সমাপনী পরীক্ষার বিভিন্ন হল পরিদর্শন করেন এবং পরীক্ষাগ্রহণের সুশৃঙ্খল পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি জামিয়ার অন্যান্য শিক্ষক কর্মকর্তাগণের সাথেও পরিচিত হন ও কুশল বিনিময় করেন।

এক পর্যায়ে সৌদি শায়খ ড. ওহাইব বিন আব্দুর রহমান শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (দা.বা.) ও প্রখ্যাত মুহাদ্দিস আল্লামা হাফেজ মুহাম্মদ জুনায়েদ বাবুনগরী (দা.বা.)এর কাছে বুখারী শরীফের দরসগ্রহণের গভীর আগ্রহ প্রকাশ করেন।

জামিয়া প্রধান শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (দা.বা.) সমাপনী পরীক্ষার হল পরিচালনারত অবস্থায় দারুল হাদীসের মসনদে বুখারীতে বসে সৌদি শায়খ ড. ওহাইব বিন আব্দুর রহমানকে বুখারী শরীফের কয়েকটি হাদীস পড়ান এবং ইলমে হাদীসের উপর কাজ করার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। এরপর জামিয়া মহাপরিচালক ড. ওহাইব বিন আব্দুর রহমানকে সিহাহ সিত্তাসহ সকল হাদীসগ্রন্থের দরসদানের ইজাযত প্রদান করেন।

মাওলানা আজিজুল হক ইসলামাবাদী’র ফেসবুক টাইমলাইন থেকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ