রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

আমীরে হেফাজতের কাছে হাদীসের এজাযত নিলেন মদীনা ইউনিভার্সিটির অধ্যাপক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা আজিজুল হক ইসলামাবাদী: সৌদি আরবের জরীর বিন আব্দুল্লাহ আল-বাজলী জামে মসজিদের খতীব এবং মদীনা তৈয়্যবিয়া ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক শায়খ ড. ওহাইব বিন আব্দুর রহমান বিন মুহাম্মদ খওজ আস-সিদ্দিকী (৮ মে) সোমবার সকাল ১০টায় দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ ইসলামী শিক্ষাকেন্দ্র জামিয়া আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী পরিদর্শনে আসেন।

এ সময় তাঁকে অভ্যর্থনা জানান জামিয়ার সিনিয়র শিক্ষক মাওলানা আনাস মাদানী, মাওলানা আনোয়ার শাহ আযহারী, মাওলানা মুনির আহমদ ও মাওলানা শফিউল আলম।

এরপর শায়খ ওহাইব বিন আব্দুর রহমান জামিয়া মহাপরিচালক শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (দা.বা.) ও প্রখ্যাত মুহাদ্দিস আল্লামা হাফেজ মুহাম্মদ জুনায়েদ বাবুনগরী (দা.বা.)এর সাথে সাক্ষাত করেন এবং পরস্পর কুশল বিনিময় করেন। সাক্ষাতপর্ব শেষে সৌদি শায়খ জামিয়ার সমাপনী পরীক্ষার বিভিন্ন হল পরিদর্শন করেন এবং পরীক্ষাগ্রহণের সুশৃঙ্খল পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি জামিয়ার অন্যান্য শিক্ষক কর্মকর্তাগণের সাথেও পরিচিত হন ও কুশল বিনিময় করেন।

এক পর্যায়ে সৌদি শায়খ ড. ওহাইব বিন আব্দুর রহমান শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (দা.বা.) ও প্রখ্যাত মুহাদ্দিস আল্লামা হাফেজ মুহাম্মদ জুনায়েদ বাবুনগরী (দা.বা.)এর কাছে বুখারী শরীফের দরসগ্রহণের গভীর আগ্রহ প্রকাশ করেন।

জামিয়া প্রধান শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (দা.বা.) সমাপনী পরীক্ষার হল পরিচালনারত অবস্থায় দারুল হাদীসের মসনদে বুখারীতে বসে সৌদি শায়খ ড. ওহাইব বিন আব্দুর রহমানকে বুখারী শরীফের কয়েকটি হাদীস পড়ান এবং ইলমে হাদীসের উপর কাজ করার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। এরপর জামিয়া মহাপরিচালক ড. ওহাইব বিন আব্দুর রহমানকে সিহাহ সিত্তাসহ সকল হাদীসগ্রন্থের দরসদানের ইজাযত প্রদান করেন।

মাওলানা আজিজুল হক ইসলামাবাদী’র ফেসবুক টাইমলাইন থেকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ