বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মারিন লো পেনকে বড় ব্যবধানে হারিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ইমানুয়েল ম্যাক্রন।ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য নিশ্চিত করেছে।

বেসরকারি ফলাফলে ম্যাক্রন পেয়েছেন ৬৫ দশমিক ১ শতাংশ ভোট। তার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডানপন্থি প্রার্থী মারিন লো পেন পেয়েছেন ৩৪ দশমিক ৯ শতাংশ ভোট।

বেসরকারি ফলাফলে ইমানুয়েল ম্যাক্রন প্রেসিডেন্ট র্নিবাচিত হওয়ার খবরে তাকে অভিনন্দন জানিয়েছেন ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ, প্রধানমন্ত্রী বেরনাদ ক্যাজনভ, সাবেক প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলস, জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল, ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।

সরকারিভাবে এই ফল ঘোষণা হবে আগামী ১০ মে। ফরাসি গণপরিষদের প্রেসিডেন্ট লরাঁ ফ্যাবিয়াস সেদিন ফল ঘোষণা করবেন। আগামী ১১ ও ১৮ জুন দেশটিতে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

এসএস/


সম্পর্কিত খবর