শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


পরীক্ষা নিলেন প্রধানমন্ত্রী! ফেল করল এমপিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রোববার আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় সরকারের নানা উন্নয়ন কর্মকান্ড ও সফলতার বিষয়ে এমপিদের পরীক্ষা নেন এবং তাতে প্রায় সকল এমপিই ফেল করেন। এমনকি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীও। এতে করে এমপিদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

এ বছরে কৃষিতে ভতুর্কি কতো? প্রধানমন্ত্রীর এমন প্রশ্নের জবাব দিতে পারেননি কৃষিমন্ত্রী। রবিবার রাতে সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভা কক্ষে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় উপস্থিত দলীয় এমপিদের এভাবে বিভিন্ন প্রশ্ন করেন প্রধানমন্ত্রী।

সূত্র জানা যায়, প্রধানমন্ত্রী এমপিদের উদ্দেশে বলেন, বছরে কতগুলো বই বিতরণ করা হয়েছে? কমিউনিটি ক্লিনিক কতগুলো? কিভাবে সামাজিক সুরক্ষা দেওয়া হয়, এর সংখ্যা কতোটি? মাতৃমৃত্যুর হার কতো? এসব প্রশ্নের কেউ সঠিক উত্তর দিতে না পারায় প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, আপনারা সংসদ সদস্যরাই যদি সরকারের উন্নয়ন সম্পর্কে অজ্ঞ হন, তাহলে জনগণকে কিভাবে অবহিত করবো। সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

এসএস/


সম্পর্কিত খবর