রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ।। ১০ কার্তিক ১৪৩২ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
যতদিন জীবিত আছি মানুষের অধিকার আদায়ে নিয়োজিত থাকবো স্কুলে ধর্ম শিক্ষক নিয়োগসহ ১৩ দফা দাবি আফগান-ইরান-তুরস্কের মধ্যে ত্রিমুখী রেল সহযোগিতা চুক্তি সই সিরিয়ার আলেপ্পোতে কুরআনের হাফেজ হলেন ৫৪ শিক্ষার্থী; দেওয়া হলো সংবর্ধনা ইরানের আক্রমণাত্মক সক্ষমতার কাছে ক্রমাগত দুর্বল হয়ে পড়ছে ইসরায়েল বগুড়ায় বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগ দিলেন কেটে-ছেঁটে ইসলাম উপস্থাপনকারীদের ক্ষমতায় দেখতে চায় না জনগণ: জমিয়ত স্কুলে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক চান মাওলানা আজহারী খতমে নবুওয়ত মহাসম্মেলনে বেফাকের একাত্মতায় পীর সাহেব মধুপুরের অভিনন্দন ইসরাইলের হয়ে গুপ্তচরগিরির দায়ে জাতিসংঘের সাত কর্মীকে বন্দি হুথির

জাতীয় জোটের ঘোষণা দিলেন এরশাদ; সঙ্গে আছে ৫৮ দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টির (জাপা) নেতৃত্বে নতুন রাজনৈতিক জোটের ঘোষণা দেয়া হয়েছে। নাম দেয়া হয়েছে ইউনাইটেড ন্যাশনাল অ্যালায়েন্স (ইউএনএ) বা ‘সম্মিলিত জাতীয় জোট’।

রবিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। জোটে  ৫৮টি দল রয়েছে বলে জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন এ জোটের চেয়ারম্যান হলেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এ ছাড়া জাপার মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে জোটের মুখপাত্র করা হয়েছে। মোট ৫৮টি দল দিয়ে গঠিত এ জোটে জাতীয় পার্টি ছাড়া নিবন্ধিত রাজনৈতিক দল মাত্র দুটি।

এর আগে জাতীয় পার্টির শীর্ষ নেতাদের বিভিন্ন বক্তব্যে জানা যায়, দুটি ইসলামিক রাজনৈতিক দলসহ মোট ৫৮টি দল নিয়ে জোট করতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক সেনা প্রধান ও রাষ্ট্রপতি।

দলগুলোর মধ্যে মধ্যে জাতীয় ইসলামী মহাজোটে আছে ৩৫টি দল এবং বাংলাদেশ জাতীয় জোটে আছে ২২টি দল। দুই জোটভুক্ত ৫৭ দল আর ইসলামিক ফ্রন্ট নিয়ে মোট ৫৮টি নিয়ে ইউএনএ গঠন করা হয়েছে।

তবে নিবন্ধিত বেশ কয়েকটি ইসলামী দল এরশাদের নতুন জোটে শরিক থাকার কথা থাকলেও তারা জোটে যায়নি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এম এ মান্নান, জাতীয় ইসলামিক মহাজোটের চেয়ারম্যান আবু নাছের ওয়াহেদ ফারুক, বাংলাদেশ জাতীয় জোটের চেয়ারম্যান সেকেন্দার আলী মনি।

গ্রিক মূর্তি ইসলামি মূল্যবোধকে আঘাত করেছে: এরশাদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ