শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


রমজানে শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে বিশেষ প্রশিক্ষণ কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র মাহে রমজান উপলক্ষে শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা-র উদ্যোগে ১০ দিন্য ব্যাপী বিশেষ কোর্সের আয়োজন করা হয়েছে। কোর্সের বিষয় নাহু, সরফ, ফিরকায়ে আহলে হাদীস ও ডা. জাকির নায়েক।

উল্লেখিত বিষয়ের ওপর প্রশিক্ষণ দেবেন অভিজ্ঞ আলেমে দীন বিশিষ্ট মুফাসসির আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী ও আল্লামা মুফতি মিযানুর রহমান সাঈদ।

স্থান: মারকায মিলনায়তন
ভর্তি শুরু: ২৯ শা’বান থেকে ১ রমজান পর্যন্ত।
প্রশিক্ষণ শুরু: ১ রমজান থেকে।
ভর্তি ফি. ২০০/= থাকা-খাওয়া ফ্রি

কোর্সের বৈশিষ্ট: প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর তত্বাবধানে পরিকল্পিত নেসাবের আলোকে অতি সহজ পদ্ধতিতে ইজরা ও অনুশীলনসহ বিষয়ভিত্তিক প্রশিক্ষণের সুব্যবস্থা থাকবে।

ভর্তির নিয়ামাবলী
প্রত্যেক প্রশিক্ষণার্থীকে সর্ব প্রকার ঝামেলামুক্ত হয়ে, পূর্ণ কোর্স সম্পন্ন করার দৃঢ় মনোভাব নিয়ে আবাসিক থাকার প্রয়োজনীয় আসবাবপত্র সহ আসতে হবে। কোর্স চলাকালীন কাউকে ছুটি দেওয়া হবে না।

ভর্তির যোগ্যতা
সর্ব নিম্ন হেদায়া-জালালাইন জামাত উত্তীর্ণ আগ্রহী প্রশিক্ষণার্থীকে নির্ধারিত সময়ের ভেতরে ভর্তি হওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করা যাচ্ছে।

আগ্রহী শিক্ষার্থীদে যোগযোগের আহবান জানিয়েছেন শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান মুফতি আল্লামা মুফতি মিযানুর রহমান সাঈদ।

সার্বিক যোগাযোগ
মুফতি মুহাম্মদ তৈয়্যব
আল-হেরা টাওয়ার, কুড়িল বিশ্বরোড়, কুড়াতলী বাজার, খিলক্ষেত, ঢাকা-1229
01715-405963

আরো পড়ুন: উচ্চতর ইসলামি গবেষণার এক অনন্য প্রতিষ্ঠান ও একজন মনীষী

বাংলাদেশের তাখাচ্ছুছের মান দেওবন্দ-করাচীর তুলনায় কোনো অংশে কম নয়

ফতোয়া বিভাগের জন্য নীতিমালা জরুরি: ফিকহবিদদের অভিমত


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ