শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬


লাখো কণ্ঠে নজরুলের বিদ্রোহী কবিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টি ‘বিদ্রোহী’ কবিতার লাখো কণ্ঠে আবৃত্তি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

নজরুল চর্চা কেন্দ্র ‘বাঁশরী’ ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) যৌথ উদ্যোগে ১ মে সোমবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এর উদ্বোধন করেন।

বাংলাদেশের তাখাচ্ছুছের মান দেওবন্দ-করাচীর তুলনায় কোনো অংশে কম নয়

এসময় বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু যুব-তরুণ সমাজকে নজরুলের বিদ্রোহী কবিতা থেকে প্রেরণা অর্জন করে অসাম্প্রদায়িক, প্রগতিশীল এক বাংলাদেশ গঠনের উদ্দেশ্যে নিজেদের নিয়োজিত করার আহবান জানান।

উপাচার্য বলেন, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতায় শ্রমিক ও মানুষের অধিকারের ভাব-চেতনাকে প্রকাশ করেছে। শ্রমের মর্যাদা এবং শ্রমিকের অধিকারের প্রশ্নে মে দিবসের অঙ্গীকারের প্রতি সকলকে সচেতন হতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

-এআরকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ