শুক্রবার, ২২ আগস্ট ২০২৫ ।। ৭ ভাদ্র ১৪৩২ ।। ২৮ সফর ১৪৪৭


একজন গণিত শাস্ত্রবিদের চোখে নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি ওসমান সাদেক : প্রখ্যাত মুসলিম গণিতবিদ খাওয়ারেযেমীকে নারীর বৈশিষ্ট নিয়ে প্রশ্ন করা হলে তিনি এর উত্তরে গণিত শাস্ত্রের আলোকে চমৎকার একটি দর্শন পেশ করেন।
তিনি বলেন, মেয়েটি যদি দীনদার হয় তাহলে মেয়েটি হবে ‘এক’ সংখ্যার মতো যেমন = ১ । আর যদি দীনদারির সাথে সুন্দরীও হয় এক সংখ্যার পাশে একটি শুন্য যোগ করে দাও। অর্থাৎ ১০।
আর যদি মেয়েটি সম্পদশালী ও হয় তখন এক সংখ্যার সাথে আরেকটি শুণ্য বাড়িয়ে দাও। অর্থাৎ ১০০। যদি সে দীনদার, সুন্দরী ও সম্পদশালী হওয়ার পাশাপাশি উচ্চ বংশের কেউ হয় তখন একের সাথে আরেকটি শুণ্য যোগ করে দাও। অর্থাৎ ১০০০।

এবার যদি এক সংখ্যাটিকে কেউ ডিলেট করে ফেলে তখন শুণ্য গুলোর যেমন আর কোন মূল্য থাকে না ঠিক তদ্রুপ যদি মেয়ের দীনদারী,পরহেজগারী না থাকে আর সব কিছু থাকে তখন মেয়েটিরও কোন মূল্য থাকে না।

নীতি নৈতিকতায় জিরো পাওয়ারের এমন মেয়ে দিয়ে কি  ‘সংসার সুখী হয় রমণীয় গুণে’ প্রবাদের বাস্তবায়ন হতে পারে ?

হাদীসের দরসে এই চমৎকার ও বিস্ময়কর ব্যাখ্যাটি কারো প্রয়োজন হতে পারে তাই মূল এবারত সহ অনুবাদ করে দিলাম। দুআর দরখাস্ত। হাদীসের পাঠদানকারী হযরাত ওলামায়ে দীনের নিকট।

 -এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ