আওয়ার ইসলাম : দাওয়াত ও তাবলিগের বিখ্যাত মুরব্বি মাওলানা তারিক জামিল তার এক বয়ানে বলেছেন, ‘আল্লাহর নবী হজরত ঈসা আ. এর কোনো ঘর ছিলো না। তার কোনো ঠিকানাও ছিলো না। তিনি যেখানে রাত হতো সেখানে একটা জায়গা দেখে শুয়ে পড়তেন।
এক রাতে হঠাৎ ঝড় উঠলো। হজরত ঈসা আ. আশ্রয় খুঁজতে লাগলেন। তিনি এক পাহাড়ে আশ্রয় নিলেন। সেখানে একটি গুহা খুঁজে বের করলেন। কিন্তু গুহায় প্রবেশের মুহূর্তে দেখলেন ভেতরে একটি বাঘ বসে আছে। তিনি তখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ! বনের একটা বাঘেরও আশ্রয় আছে, ঠিকানা আছে। কিন্তু মরিয়মের পুত্র ঈসার কোনো ঠিকানা নেই।
আল্লাহ তায়ালা তখন হজরত ঈসা আ. কে সান্ত্বনা দিয়ে বললেন, হে ঈসা! আজ রাতের বিনিময়ে জান্নাতে চারশো হুরের সঙ্গে তোমার বিয়ে হবে এবং এক হাজার বছর পর্যন্ত বিয়ের ওলিমা খাওয়ানো হবে।
-এআরকে