বৃহস্পতিবার, ০২ মে ২০২৪ ।। ১৮ বৈশাখ ১৪৩১ ।। ২৩ শাওয়াল ১৪৪৫


সুন্দরবনের ২৫ জলদস্যুর আত্মসমর্পণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আত্মসমর্পণ করল সুন্দরবনের সক্রিয় ২ জলদস্যু বাহিনী। শনিবার সকালে ২৫ জলদস্যু আত্মসমর্পণ করে। এসময় র‌্যাবের কাছে তারা ৩১টি অস্ত্রসহ আত্মসমর্পণ করেন।

এদিকে আজ দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদের উপস্থিতিতে পটুয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এসব দস্যু বাহিনীর সদস্যদের আত্মসমর্পণ করার কথা রয়েছে।

এর আগে গতকাল সুন্দরবনের শরণখোলা রেঞ্জে র‌্যাব-৮ এর বিশেষ অভিযানে সাম্প্রতিক সময়ের অন্যতম সক্রিয় জলদস্যু ‘আলিফ ও কবিরাজ’ বাহিনী আত্মসমর্পণ করে।

যাদের মধ্যে দুই বাহিনীর প্রধানসহ বিপুল সংখ্যক জলদস্যু রয়েছে। আত্মসমর্পণের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

এলাকার ভালোবসা জয় করা কারি ফজলুল হকের গল্প


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ