বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৫ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭

শিরোনাম :
আ.লীগের সব অফিস বন্ধ করতে ভারতকে আহ্বান বাংলাদেশের খুলনায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা মুসা আল হাফিজের সৃষ্টি ও দৃষ্টি ডাকসুতে ইসলামী ছাত্র আন্দোলনের ২৭ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মুফতি রায়হান জামিল কুমিল্লা-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর গণসংযোগ কিশোরগঞ্জ-৬ আসনে মাওলানা আতাউল্লাহ আমীনের ব্যাপক গণসংযোগ চান্দিনা থানায় কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মাওলানা যাইনুল আবিদীনের মৌলিক সিরাত গ্রন্থ ‘আমাদের নবীজি’ বাজারে পিআরের পক্ষে জনমত তৈরিতে পক্ষকালব্যাপী কর্মসূচি ঘোষণা পীর সাহেব চরমোনাইয়ের

লোক দেখানো ত্রাণ নয়; হাওরবাসীকে বিনাসুদে ঋণ দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওরাঞ্চলকে সরকার দুর্গত এলাকা ঘোষণা করুক বা না করুক তারা দুর্গত অবস্থাতেই আছে উল্লেখ করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, মহাজনের দাদন, এনজিও ঋণের দৌরাত্মের মোকাবেলায় সরকারি সুদবিহীন ঋণপ্রকল্প হাওরে জরুরিভিত্তিতে চালু করতে হবে।

হওরাঞ্চলের দুর্গতদের সেবায় এগিয়ে যাওয়া প্রত্যেক মানুষের নৈতিক দায়িত্ব। এনজিও আর মহাজনদের ঋণের বোঝা থেকে হাওরবাসীকে বাঁচান।

হাওরবাসীকে বিনাসুদে ঋণ দেয়ার আহ্বান জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, দেশের সবধরনের উন্নতির আগে দুর্গত মানুষদের বাঁচানো উচিত। তাদের পাশে দাঁড়ানো উচিত। তাদের সহযোগিতাটাই এখন সময়ের দাবি।

লোকদেখানো ত্রাণে হাওরবাসীর কোনো উপকার হবে না দাবি করে আল্লামা মাসঊদ বলেন, সামাজিক ত্রাণবিতরণের দৃশ্য সাময়িক ভালো লাগলেও বাস্তবে তা হাওরবাসীর জীবন রক্ষা করে না। হাওর অঞ্চলে সরকারকে প্রত্যেক কৃষকের পাশে দাঁড়ানো উচিত।

বিত্তবানদের যাকাতসহ সবধরনের দান রোজার আগেই দুর্গত এলাকায় বিতরণ করা যাবে এমন অভিমত জানিয়েছেন ফরীদ উদ্দীন মাসঊদ।

ইসলামের এই বিশেষজ্ঞ বলেন, যাকাত ও দানের জন্য রোজার অপেক্ষা করার কোনো মানে নেই। বরং এখন মানুষ দুর্গত অবস্থায় আছে। অপেক্ষা না করে এখনই তাদের পাশে ছুটে যাওয়া উচিত।

আজ ২৮ এপ্রিল ২০১৭ শুক্রবার সকালে রাজধানীর খিলগাঁও থেকে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।

আল্লামা মাসঊদ বলেন, দুর্গত এলাকার মানুষদের সেবায় এগিয়ে যাওয়া ঈমানী দায়িত্বের মধ্যে পড়ে। দেশের আলেম উলামা, দ্বীনদরদি মুসলিমসহ সবারই দুর্গত এলাকার মানুষদের পাশে দাঁড়ানো উচিত।

পদক-পুরষ্কার নিয়ে আক্ষেপ নেই, আমি নাম যশ খ্যাতির জন্য লিখিনি

খতীবদের প্রতি আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের খোলা চিঠি

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ