রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ ।। ১৫ বৈশাখ ১৪৩১ ।। ১৯ শাওয়াল ১৪৪৫


সৌদি থেকে ফিরছে ১২ হাজার বাংলাদেশি শ্রমিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবে অবৈধভাবে অবস্থানরত ১২ হাজারেরও বেশি বাংলাদেশি শ্রমিক দেশে ফিরে আসছেন। তারা সৌদি সরকারের সাধারণ ক্ষমা পেয়েছেন। ইতোমধ্যে মঙ্গলবার পর্যন্ত রিয়াদে মোট সাত হাজার ৩০৯ জন আউট পাস সংগ্রহ করেছেন। আর জেদ্দা থেকে মঙ্গলবার পর্যন্ত চার হাজার ৮৫৫ জন ‘আউট পাস’ নিয়েছেন বলে জানা গেছে।

ভিসার মেয়াদ শেষের পরও যারা অবৈধভাবে সৌদি আরবে অবস্থান করছেন, তাদের বিনা শাস্তিতে দেশে ফিরতে ৩০ জুন পর্যন্ত ৯০ দিনের এ সুযোগ ২০ মার্চ ঘোষণা করে সৌদি সরকার। এ ঘোষণার পর অবৈধ বাংলাদেশিদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন।

জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল এফএম বোরহান উদ্দিন বলেন, অবৈধরা এ সুযোগ নিয়ে সৌদি আরব না ছাড়লে তাদের জেল-জরিমানা হবে। আর যারা এ সুযোগ নেবেন, তাদের কোনো শাস্তি ছাড়াই দেশে ফেরার সুযোগ দেয়া হবে। এমনকি ভবিষ্যতে কাজ নিয়ে আবারও বৈধভাবে সৌদি আরবে আসার সুযোগ থাকবে তাদের।

অবৈধ অভিবাসীদের খুঁজে বের করতে এরই মধ্যে টাস্কফোর্স গঠন করেছে সৌদি সরকার। প্রচারণা চালাতে কাজ করছে সরকারের ১৯টি সংস্থা। এছাড়া বেশকিছু হাজতখানাও স্থাপন করা হয়েছে। তিন মাসের এ অভিযানে অন্তত ১০ লাখ অবৈধ প্রবাসী সৌদি ছাড়বেন বলে দেশটির কর্মকর্তারা ধারণা করছেন।

সৌদি আরবে সর্ববৃহৎ স্বর্ণখনি উদ্বোধন কাল

বাদশাহর ছেলে যুক্তরাষ্ট্রে সৌদির নতুন রাষ্ট্রদূত

এআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ