দেশের পরিবেশবাদী সংগঠনগুলোর প্রতিবাদ উপেক্ষা করে বহুল আলোচিত রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ পেয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত কোম্পানি ভারত হেভি ইলেকট্রিক্যালস (বিএইচইএল)।
মঙ্গলবার কোম্পানির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। রামপালবিরোধী প্রবল আন্দোলনের মধ্যেই ১৫০ কোটি (১ দশমিক ৫ বিলিয়ন) ডলারের এই কাজ পেল ভারত।
পরিবেশবাদীদের দাবি, কয়লাভিত্তিক এ বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনকে ধ্বংস করে দেবে। এ কারণে তারা ব্যাপকভাবে এর বিরোধিতা করছেন। ইউনেস্কো ঘোষিত বিশ্বঐতিহ্য সুন্দরবনকে বাঁচানোর জন্য রামপালবিরোধী আন্দোলনে আছে দেশের তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটিসহ পরিবেশবাদী বিভিন্ন সংগঠন। তবে সরকার বলছে, সুন্দরবনের কোনো ক্ষতি হবে না।
রামপালে ১৩০০ মেগাওয়াটের এ বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে নির্মাণ করা হচ্ছে। মোট ২০০ কোটি ডলারের এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ১৬০ কোটি ডলার ঋণ দেবে ভারতের এক্সিম ব্যাংক।
এসএস/