মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৫


আন্দোলনের রূপরেখা তৈরিতে কাজ করছে বিএনপির ৫১টিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্দোলনের রূপরেখা তৈরি করতে বিএনপির কেন্দ্রীয় নেতারা সারা দেশে সাংগঠনিক সফর করছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অন্যদিকে, দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নির্বাচন কিংবা দল পুনর্গঠন প্রস্তুতির বিষয়ও উঠে আসবে এসব সফরে।

আজ মঙ্গলবার দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দেশের বিভিন্ন জেলার সাংগঠনিক সফরের দায়িত্বে থাকা নেতাদের নিয়ে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, সারা দেশে দলের ৭৭টি সাংগঠনিক জেলায় কর্মীদের নিয়ে কর্মিসভা করতে কেন্দ্র থেকে ৫১টি টিম গঠন করা হয়েছে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জেলাগুলোতে তাঁরা যাবেন। সেখানে আমাদের নেতাকর্মীদের সঙ্গে মিলিত হবেন। আনুষ্ঠানিকভাবে-অনানুষ্ঠানিকভাবে তাঁরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। আন্দোলন, নির্বাচন সব বিষয়ে আলোচনা হবে এবং আমরা আশা করছি- এই সফরের ফলে আমাদের দলের ঐক্য আরো বৃদ্ধি পাবে। আমাদের নেতাকর্মীরা আরো উজ্জীবিত হবেন।’

এক বছরের মধ্যে প্রধানমন্ত্রী হচ্ছেন খালেদা জিয়া!

মসজিদের জায়গায় নাট্যশালা করার উদ্যোগ, মুসল্লিদের ক্ষোভ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ