শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


ফিলিপাইনে হিজাব দিবসের বিল পাস; দূর হবে ভ্রান্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিপাইন সংসদের মুসলিম প্রতিনিধিরা সেদেশের সংসদে প্রথম ফেব্রুয়ারি জাতীয় হিজাব দিবসের নামকরণের আহ্বান জানালে সংসদ ভবন তাদের আহ্বানে সম্মতি প্রদান করেছে। খবর ইকনা

ফিলিপাইনের আনাক মিন্দানাওয়ের সংসদ প্রতিনিধি সুইটি তুরাবিন হাতামান বলেন, এই বিলের মূল উদ্দেশ্য হচ্ছে অমুসলিমদের মধ্যে হিজাব সম্পর্কে যে ভ্রান্তি ধারণা রয়েছে তা দূর করা।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে হিজাবী নারীদের প্রতিনিয়ত বিভিন্ন চ্যালেঞ্জেরে সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে পথভ্রষ্টরা হিজাবী নারীদের বিরুদ্ধে সহিংসতায় লিপ্ত হচ্ছে এবং তাদের ওপর হামলা চালাচ্ছে।

সুইট তুরাবিন বলেন, এই বিলের অপর একটি উদ্দেশ্য হচ্ছে মুসলিম নারীদের বিরুদ্ধে বৈষম্য দূর করা এবং তাদের ধর্মীয় স্বাধীনতা রক্ষা করা।

তিনি বলেন, আমি আশাবাদী এর মাধ্যমে বিভিন্ন সংস্কৃতি এবং ধর্মীয় শ্রদ্ধা বৃদ্ধি পাবে এবং জাতীয় ঐক্য গঠন হবে।

হিজাব পরে বক্সিংয়ে নামবে আমেরিকান কিশোরী

অস্টেলিয়ায় বিলবোর্ডে ফিরলো হিজাবি নারী


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ