শুক্রবার, ২২ আগস্ট ২০২৫ ।। ৭ ভাদ্র ১৪৩২ ।। ২৮ সফর ১৪৪৭


হিজাব পরে বক্সিংয়ে নামবে আমেরিকান কিশোরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আমেরিকার এক মুসলিম কিশোরীকে হিজাব পড়ে বক্সিংয়ের অনুমতি পেয়েছে। আমেরিকার ছোট শহর মিনেসোটার মেয়ে আমাইয়া জাফার হিজাব পরেই ইউএস বক্সিংয়ে লড়ার অনুমতি পেয়েছে।

জাফারের বক্সিং শিক্ষাগুরু নাথানেইল হাইলি বলেন, ‘এটি একটি বড় ঘটনা। সে (জাফার) যথেষ্ট খেটেছে এটার জন্যে। নিজের যোগ্যতাকে প্রকাশের জন্যে সে তার অধিকার প্রতিষ্ঠা করেছে সেজন্যে আমি খুশি। তবে এটি ওর স্বপ্ন পুরণের প্রথম ধাপ মাত্র।’

প্রথমে ১৬ বছর বয়সি জাফারকে হিজাব ও লেঙিন্স এমনকি হাত ঢাকা কোন কাপড় পরার অনুমতি দেওয়া হয়নি। তারপরও জাফার এই প্রতিযোগিতায় লড়ার জন্য তৈরি ছিল। কারণ তার একমাত্র লক্ষ্য টোকিয়তে অনুষ্ঠিত ২০২০ অলিম্পিক।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ