শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


নিজেদের মূত্র পান করে তামিলনাড়ুর কৃষকদের প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কী করেননি তাঁরা। মুখে জ্যান্ত ইঁদুর নিয়ে, হাতে মানুষের খুলি রেখে, রাস্তায় উলঙ্গ হয়ে হেঁটে, শাড়ি পরে, রাস্তা থেকে খাবার কুড়িয়ে খেয়ে প্রতিবাদ করেছেন। কিন্তু মন গলেনি প্রশাসনের। তাই এবার প্রতিবাদে নতুন মাত্রা যোগ করতে নিজেদের মূত্র পান করলেন ভারতের তামিলনাড়ু রাজ্যের প্রতিবাদী কৃষকরা।স্থানীয় সময় শনিবার দিল্লির জন্তরের কাছে ওই কৃষকরা নিজেদের মূত্র পান করেন।

খরায় প্রতিবছর ওই কৃষকদের ক্ষয়ক্ষতির পরিমাণ অপূরণীয়। শেষ রক্ষায় তাই প্রতিবাদের পথ বেছে নেন তাঁরা। এতে যদি কেন্দ্রীয় সরকার তাঁদের সমস্যার দিকে নজর দেয়। খরাকবলিত এলাকার ওই কৃষকদের দাবি, খরার সময় যেন সরকারের পক্ষ থেকে যথেষ্ট ত্রাণ পাওয়া যায়। এ ছাড়া কৃষিঋণ, শস্যের ন্যায্যমূল্য ও সেচের কাজে ব্যবহৃত নদীগুলোর মধ্যে সংযোগ করার অনুরোধও জানিয়েছেন তাঁরা। তামিলনাড়ুতে শতকরা ৪০ জন কৃষক। অনাবৃষ্টি, শস্যের কম মূল্য ও মূলধনের অভাবে চরম বিপাকে পড়েন রাজ্যটির কৃষকরা।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ