বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ।। ৬ কার্তিক ১৪৩২ ।। ৩০ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জামায়াতের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না: নাসীরুদ্দীন পাটওয়ারী ময়মনসিংহে ইসলামি বইমেলা শুরু ১৩ নভেম্বর ভারতের পুনে দুর্গে নামাজ আদায় করা নিয়ে দেশভর তোলপাড় ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: শায়খে চরমোনাই কুমিল্লা থেকে প্রকাশিত 'বাংলাদেশ' নামের পত্রিকা : স্বাধীনতার ৩৩ বছর আগের এক ঐতিহাসিক দলিল ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিল হওয়ার খবরটি ভুল : পররাষ্ট্র উপদেষ্টা নাতির কাছে কায়দা শিখছেন অভিনেতা মিশা সওদাগর জামায়াত সেক্রেটারি পরওয়ারের বক্তব্য ঔদ্ধত্যপূর্ণ: এনসিপি ইউএস-বাংলার বহরে যুক্ত হলো তৃতীয় এয়ারবাস এ৩৩০ সম্পন্ন হলো আবু ত্বহা ও সাবিকুন নাহারের তালাক

কওমি আলেমদের হীনম্মন্যতায় ভোগার দিন শেষ: আল্লামা আহমদ শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, কওমি আলেমদের হীনম্মন্যতায় ভোগার দিন শেষ। এখন আপনাদের শিক্ষা সরকারীভাবেও মর্যাদা পেয়েছে।

জামিয়া দারুল উলূম হাটহাজারী মাদরাসার দাওরায়ে হাদীসের খতমে বুখারী ও দোয়া মাহফিলে গতকাল (শুক্রবার) হেফাজত আমীর আল্লামা শাহ আহমদ শফী এ কথা বলেন।

তিনি বলেন, একজন ঈমানদার মুসলমান কখনোই অন্যায় ও খারাপ কাজে জড়িত হতে পারে না। আর মুসলমানদের যে কোন ভাল কাজের ইহ-পরকালীন সফলতার জন্য অবশ্যই নিয়্যাত ও উদ্দেশ্যকে বিশুদ্ধ করতে হবে এবং নীতি-আদর্শে অবিচল থাকতে হবে।

আল্লামা শাহ আহমদ শফী কওমি মাদরাসা শিক্ষার সনদকে সরকার কর্তৃক মাস্টার্স (ইসলামিক স্টাডিজ এবং আরবি) সমমান প্রদান করায় মহান আল্লাহর শোকরিয়া আদায় করে তরুণ আলেমদের উদ্দেশে বলেন, কওমি আলেমদের হীনম্মন্যতায় ভোগার দিন শেষ হয়েছে। এখন আপনাদের শিক্ষা সরকারীভাবেও মর্যাদা পেয়েছে। সুতরাং ছাত্র জীবনের দীর্ঘ সাধনার মাধ্যমে অজির্ত ইলমকে নানা ক্ষেত্রে আরো কাজে লাগানোর সুযোগ তৈরি হয়েছে। তিনি বলেন, নানা পর্যায় থেকে কওমি মাদ্রাসার বিরুদ্ধে এবং আলেমদের আদর্শচ্যুত করার বহুবিদ ষড়যন্ত্র চলতেই থাকবে। এ পর্যায়ে আলেমগণ যদি নীতি ও লক্ষ্যে অবিচল ঐক্যবদ্ধ থাকতে পারেন, তবে কোন ষড়যন্ত্রণই কওমি মাদ্রাসা শিক্ষার ক্ষতি করতে পারবে না, ইনশাআল্লাহ।

দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার দাওরায়ে হাদীস (স্নাতকোত্তর) সমাপনী বর্ষের হাদীস শাস্ত্রের সর্বনির্ভরযোগ্য গ্রন্থ বুখারী শরীফের শেষ ক্লাসের দরসদানের পর আখেরী মুনাজাত ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সমাপনী ক্লাস ও দোয়া মাহফিল পরিচালনা করেন দেশের প্রবীণ ও শীর্ষ আলেম হেফাজতে ইসলামের আমীর, দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ও শায়খুল হাদীস পীরে কামেল আল্লামা শাহ আহমদ শফী। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত এই দ্বীনি সমাবেশে আগত অতিথি ছাড়াও দাওরায়ে হাদীস (টাইটেল) সমাপনী ক্লাসের প্রায় আড়াই হাজার তরুণ আলেম শরীক ছিলেন।

এর আগে প্রখ্যাত মুহাদ্দিস আল্লামা হাফেজ মুহাম্মদ জুনায়েদ বাবুনগরী বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশে হাদীস চর্চা ও গবেষণার ইতিহাস তরুণ আলেমদের উদ্দেশ্যে তুলে ধরেন। দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তরুণ আলেমদের উদ্দেশ্য করে তিনি বলেন, বর্তমানে দেশে-বিদেশে ইসলাম ও মুসলিম বিরোধী ষড়যন্ত্র ভয়াবহ রূপ নিয়েছে। নানাভাবে জাতিকে ধর্ম ও আদর্শহীন করে ভোগবাদিতায় নিমগ্ন করার জোর আয়োজন চলছে। ইসলাম ও মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি করা হচ্ছে শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে। ইসলামের আবশ্যকীয় বিভিন্ন বিধি-বিধানের অপব্যাখ্যা করা হচ্ছে। পাশাপাশি ইসলামী শিক্ষা, সংস্কৃতি ও উলামা-মাশায়েখের বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র ও মিথ্যাচার চলছে।

বিদায়ী তরুণ আলেমদের উদ্দেশ্যে আরো বক্তব্য রাখেন হাটহাজারী মাদ্রাসার মুফতী ও মুহাদ্দিস মাওলানা কিফায়াতুল্লাহ, মাওলানা জসীম উদ্দীন, মুহাদ্দিস মাওলানা ফোরকান আহমদ, মাওলানা আশরাফ আলী নিজামপুরী প্রমুখ।

ইসলামী দলগুলোর কদর বাড়ছে

তিনজনকে একাই ধরাশায়ী করলেন মুফতি ফয়জুল্লাহ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ