শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬


কাজী মু'তাসিম বিল্লাহ স্মারকগ্রন্থ প্রকাশ করলো মালিবাগ জামিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের খ্যাতনামা শায়খুল হাদীসদের অন্যতম, প্রথিতযশা আলেমে দীন, আল্লামা কাজী মু'তাসিম বিল্লাহ রহ. এর স্মরণে বর্ধিত কলেবরে স্মারকগ্রন্থ প্রকাশ করলো মালিবাগ জামিয়া।

গত ১৩ এপ্রিল বৃহস্পতিবারে আনুষ্ঠানিকভাবে স্মারকগ্রন্থটির মোড়ক উন্মোচন হয় । উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জামিয়া মালিবাগের প্রায় তিন শতাধিক ফুযালায়ে কেরাম ছাড়াও আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সকাল সাড়ে দশটায় কারী আবদুর রহমান সফওয়ানের তিলাওয়াতের মধ্যমে অনুষ্ঠানটি আরম্ভ হয় মসজিদের দুতলায়। চলে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত। জোহরের পর আপ্যায়নের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠানটি। অনুষ্ঠানে কাজী সহেব রহ. এর জীবনের নানাদিক নিয়ে আলোচনা করেন বক্তাগণ। তারা বলেন, কাজী সাহেব রহ. ছিলেন যুগশ্রেষ্ঠ পরহেযগার আলেম। তাঁর মতো বিজ্ঞ আলেম এ যুগে দুর্লভ। উন্নত আখলাক, সদা হাস্যোজ্বল আচরণ, স্বচ্ছ ও আন্তরিক চলাফেরা তাঁকে নিয়ে গিয়েছিলো উনন্ন উচ্চতায়। তাঁর শুদ্ধ ভাষা, সুস্পষ্ট উচ্চারণ, হৃদয়গ্রাহী উপস্থাপনা অল্পতেই শ্রোতাদের মনযোগ কেড়ে নিতো।

শিক্ষক হিসেবে তিনি ছিলেন ছাত্রদের সবচেয়ে প্রিয়। তাঁর দরসের বৈশিষ্ট্য ছিলো আলাদা। ছাত্ররা তাঁর দরসে বসার জন্য উদগ্রীব হয়ে থাকতো সবসময়। মুফতি আবদুস সালাম বলেন, তাঁর দরসে হাদীসের মজলিস ছিলো মুগ্ধতার এক জান্নাতি আবহ। তাঁর প্রদত্ত হাদীসে নববীর ব্যাখ্যা-বিশ্লেষণে শরীর মন শীতল হয়ে উঠত। তাঁর দরসে হাদীসে বসে মুগ্ধতার সরোবরে আবগাহন করে শ্রোতা হারিয়ে যেতেন কোনো এক তেপান্তরে। তাঁর মুখনিঃসৃত হাদীসের ব্যাখ্যা শুনে অকপটেই মন বলে উঠত এর বাইরে কোনো ব্যাখ্যাই গ্রহণযোগ্য নয়।' এছাড়া আরো অনেকেই এই মহান সাধকের আদর-শাসনের কথা বলেন।এসময় প্রিয় উস্তাদের স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

মালিবাগ জামিয়ার নায়েবে মুহতামিম মুফতি আনোয়ার শাহ সাহেবের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল গাফফার, মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা লোকমান মাজহারী, মাওলানা সাখাওয়াত হুসাইন, মাওলানা আব্দুল আখিরসহ আরও অনেকে। আল্লামা কাজী মু'তাসিম বিল্লাহ রহ. ছিলেন দেশের অন্যতম প্রতিথযশা পরহেযগার আলেমে দীন। মাওলানা হুসাইন আহমদ মাদানী রহ. এর প্রাণপ্রিয় ছাত্র; যিনি তাঁকে ডাকতেন চৌদ্দতম শতকের মুজাদ্দিদ বলে। জীবনের অর্ধেকের বেশি কাটিয়েছেন হাদীসের দরস দিয়ে। জামিয়া শারইয়্যাহ মালিবাগে মৃত্যুপর্যন্ত দীর্ঘদিন মুহতামিম ও শায়খুল হাদীস হিসেবে দায়িত্ব পালন করেন। দেশ-বিদেশে তাঁর হাতেগড়া ছাত্ররা খ্যাতির সাথে বিভিন্ন দীনি খেদমত আনজাম দিয়ে যাচ্ছেন।

আল্লামা কাজী মু'তাসিম বিল্লাহ রহ ইন্তেকাল করেছেন ২০১৩ সালের ৫ রমজান। সাহিত্যকাগজ 'পরাগ' ইতোপূর্বে তাঁকে নিয়ে একটি স্মরণ সংখ্যা বের করলেও এবার জামিয়ার প্রকাশনা বিভাগের উদ্যোগে মাওলানা আবুল ফাতাহ মুহা. ইয়াহইয়া, মাওলানা আহমদ মায়মূন ও মাওলানা নাসীম আরাফাত সাহেবের সম্পাদনার প্রকাশ হলো বক্ষমান স্মারকটি। এতে লিখেছেন, মরহুম মাওলানা মুহিউদ্দীন খান, মরহুম মাওলানা আব্দুল জব্বার, মাওলানা আশরাফ আলী, মাওলানা তাফাজ্জুল হক্ব হবিগঞ্জি, মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা ফরিদউদ্দীন মাসউদ, মাওলানা নূর হুসাইন কাসেমী, মুৃফতি ওয়াক্কাস, মাওলানা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া, মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম, মাওলানা নূরুল ইসলাম ওলীপুরী, ড.মাওলানা মুশতাক আহমদ, মাওলানা মাহফুজুল হক্ব, মাওলানা আব্দুল মালেক, মাওলানা উবায়দুর রহমান খান নদভী, মাওলানা যাইনুল আবিদীনসহ দেশের প্রখ্যাত অনেক আলেমে দীন। ৬৭২ পৃষ্ঠার এ স্মারকটির গায়ের মূল্য লেখা আছে ৬০০ টাকা মাত্র।

স্মারকটির বিশেষ আকর্ষণ হলো বাংলাদেশের উলামায়ে কেরাম ছাড়াও উপমহাদেশের বেশ কয়েকজন বিশিষ্ট আলেমের বাণী ও অভিমত সংযুক্তি। তাঁদের মধ্যে অন্যতম, আল্লামা সায়্যিদ আরশাদ মাদানী, মাওলানা আব্দুল হক্ব আজমী, মাওলানা কমারুদ্দীন, মাওলানা রিয়াসত আলী বিজনূরী, মাওলানা আসজাদ মাদানী প্রমুখ। আর কাজী সাহেব রহ. এর সম্মানিতা স্ত্রীর মূল্যবান একটি সাক্ষাৎকারও যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে জানা গেলো হাদিসের দরসের রাজপুত্তুর অন্দরমহলে কেমন ছিলেন সেইকথা। এই মহান সাধকের জীবনের নানাদিক সম্পর্কে জানতে চাইলে সংগ্রহে রাখতে পারেন স্মারকটি। মালিবাগ থেকে-আবদুল্লাহ মারুফ ও সুহাইল ইসলাম।

আলেমরা অপদার্থ নয়: আনিস আলমগীর

‘আজান’ পৃথিবীর শ্রেষ্ঠ সুর: পিন্টু ঘোষ

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ