মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১১ রমজান ১৪৪৬

শিরোনাম :

'স্বীকৃতির বিনিময়ে সমর্থন?’ টকশোতে দুই আলেমের বিশ্লেষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডিবিসি নিউজ ‘রাজকাহন’এ ১৮ এপ্রিল অংশ নিয়েছিলেন মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী (কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ), ড. কে এম আব্দুল মমিন সিরাজী (ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ আওয়ামী ওলামালীগ) এবং মুফতি সাখাওয়াত হোসাইন (মজলিসে শুরা সদস্য, হেফাজতে ইসলাম বাংলাদেশ)। টকশোটির বিষয় ছিল কওমি স্বীকৃতির বিনিময়ে সমর্থন?

নবনীতা চৌধুরীর সঞ্চালনায় টকশোতে সাম্প্রতিক নানা প্রশ্নের উত্তর দিয়েছেন মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও  মুফতি সাখাওয়াত হোসাইন।

ওলামা লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়েও নানা গুরুত্বপূর্ণ কথা উঠে এসেছে ড. কে এম আব্দুল মমিন সিরাজী কাছ থেকে।

স্বীকৃতির ইস্যুতে অনেকে আওয়ামী লীগের সঙ্গে হেফাজতের আঁতাতের অভিযোগও তুলেছেন। এ প্রশ্নের জবাবে শুরুতেই  মুফতি সাখাওয়াত হোসাইন বলেন,  দেশের নাগরিকদের দাবি মানা সরকারের জন্য আবশ্যক। সে ক্ষেত্রে সরকার যদি কারো দাবি মানে তাদের সঙ্গে আঁতাত হয়েছে না মানলে আঁতাত হয়নি এমনটা অযৌক্তিক।

এমন অনেক প্রশ্নের চমৎকার উত্তর দিয়েছেন খ্যাতিমান দুই আলেম। পুরো টকশোটি দেখুন ও শুনুন নিচের ভিডিওতে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ