রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাগো হে কওমি তারুণ‍্য! রাতেই ঢাকাসহ তিন অঞ্চলে ঝড়ের আভাস অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে উদ্বৃত্ত সৃষ্টি: বাণিজ্য উপদেষ্টা চবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০ সিরাতকে ধারণের মাধ্যমেই সত্যিকার পরিবর্তন সম্ভব: ধর্ম উপদেষ্টা সিরাতুন্নবী (সা.) সাধারণ জ্ঞান প্রতিযোগিতার লাইভ ড্র অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা

ভাইয়ের স্ত্রীকে ধর্ষণ করতে গিয়ে ভাসুর খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

টাঙ্গাইলের নাগরপুরে ছোট ভাইয়ের স্ত্রীকে ধর্ষণ করতে গিয়ে মিজানুর রহমান (৩৮) নামে এক যুবক খুন হয়েছেন।

সোমবার দিনগত মধ্য রাতে উপজেলার ভাদ্রা ইউনিয়নের গাংবিহালী গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শিশু পুত্রসহ ওই গৃহবধূকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাংবিহালী গ্রামের সাইফুল ইসলাম ঢাকায় বই বাধাইয়ের কাজ করেন। তার স্ত্রী বুলবুলি আক্তার (২৪) চার বছর বয়সী শিশুপুত্র সোলায়মানকে নিয়ে বাড়িতেই থাকেন। ঘটনার দিন গৃহবধূর স্বামী সাইফুল বাড়িতে না থাকার সুযোগে ভাসুর মিজান রাত ১টার দিকে ওই গৃহবধূর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে।

এসময় দুজনের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে ওই গৃহবধূ তার ঘরে থাকা লোহার সাবল দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মিজান মারা যান।

হত্যার বিষয়টি স্বীকার করে ওই গৃহবধূ জানান, বিয়ের পর থেকেই তিনি তার ভাসুরের যৌন লালসার শিকার হয়ে আসছেন। বিভিন্ন সময় সুযোগ পেলেই মিজান তাকে যৌন নিপীড়ন করত।

এ ব্যাপারে স্থানীয়ভাবে একাধিক শালিস বৈঠক হলেও তিনি (মিজান) নিজেকে সংশোধন না করে আরও বেপরোয়া হয়ে উঠেছিলেন।

তিনি বলেন, নিজের সতিত্ব রক্ষায় বাধ্য হয়ে তাকে আঘাত করেছি। হত্যার উদ্দেশ্য ছিল না।

নাগরপুর থানার ওসি জহিরুল ইসলাম মিডিয়াকে জানান, এ ব্যাপারে নাগরপুর থানায় হত্যা মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে টাঙ্গাইলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) মুহাম্মদ শাহাদাৎ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

৫ম শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রধান শিক্ষক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ