মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৫


সরকার ও আল্লামা শফীর সখ্যতা সন্দেহজনক: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হেফাজত আমির মহাপরিচালক আল্লামা আহমদ শফীর সঙ্গে সরকারের যোগাযোগের ব্যাপারে সন্দেহ প্রকাশ করে বলেছেন,  ‘যে আহমদ শফী সাহেবকে এতো বিরক্ত করেছেন, তাদের সমাবেশে কত লোককে হত্যা করেছেন; আপনার (প্রধানমন্ত্রী) মন্ত্রীরা তাকে ‘তেতুল হুজুর’ কত বাজে মন্তব্য করেছেন। এখন আবার তার সঙ্গেই সখ্যতা করতে চাচ্ছেন। যা খুবই সন্দেহজনক।’

সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন।

স্বীকৃতির বিষয়ে আলেমদের ইজমা হয়েছে; বিরোধিতা করা বোকামি

বিএনপির মুখপাত্র রিজভী বলেন, ‘ভারতের সঙ্গে চুক্তি করে আসার পরে তিনি (প্রধানমন্ত্রী) দেখছেন যে, খবর তো ভালো না। তাই এখন মুসলিম ভোট হাতে নেয়ার জন্য নানান প্রচেষ্টা চালাচ্ছেন তিনি।’

তিনি বলেন, ‘সরকার দেখছে মুসলিম সম্প্রদায়ের একটি অংশ সরকারের সঙ্গে নেই। সামনে নির্বাচন- এই নির্বাচনে ভরাডুবি হবে। তাই ভোটের আশায় আলেম-ওলামাদের সঙ্গে প্রধানমন্ত্রী দেখা করছেন।’

এ সময় তিনি প্রধানমন্ত্রী হাসিনার সমালোচনা করে বলেন, ‘তার (প্রধানমন্ত্রী) এমন আচরণ দেশের মানুষ সব সময় দেখেছে। ভোট এলেই তিনি হিজাব পড়ছেন, তসবি গুনছেন, মাথায় কাপড় দিচ্ছেন। যেই ভোট চলে যাচ্ছে তখন তিনি প্রগতিশীল। নিজেকে উপস্থাপন করেন তিনি একজন ধর্ম নিরপেক্ষ ব্যক্তি।’

অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী শপু প্রমুখ উপস্থিত ছিলেন।

-এআরকে

কওমি স্বীকৃতি ও মিডিয়ার বিমাতাসুলভ আচরণ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ