আওয়ার ইসলাম: হাজারিবাগ থেকে ট্যানারি শিল্প স্থানন্তর প্রক্রিয়ার দীর্ঘ সুত্রতায় বেকারত্বের ফাঁদে পড়েছে ঠ্যানারি ম্রমিকরা।
গত ৮ ই এপ্রিল হাইকোর্টের নির্দেশে হাজারীবাগের সবগুলো ট্যানারি কারখানার বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাংলাদেশ পরিবেশ অধিদফতর। এর পর থেকে শুরু হয়েছে শ্রমিকদের অনিশ্চত ভাবনার গতিপথ।
এই ঘটনার জেরে মালিক শ্রমিক ৯ দফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছে। এ নিয়ে মালিকদের বিরুদ্ধে শ্রমিকদেরকে সরকারের বিরুদ্ধে রাস্তায় নামানোর অভিযোগ তুলেছেন ম্যমিক নেতারা।। শ্রমিকদের বেতন-ভাতাসহ সমস্ত ক্ষতিপূরণের দায় থেকে মুক্ত হতে মালিকরা এ ধরনের কৌশল এটেছেন বলে অভিযোগ করেছেন কয়েকজন শ্রমিক নেতা।
শ্রমিক-মালিকের ৯ দফা দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার সকালে রাজধানীর হাজারিবাগে ট্যানারি মোড়ে হাজার হাজার শ্রমিক ও কয়েকজন মালিক কালো পতাকা মিছিল বের করেন। মিছিলে নারী শ্রমিকদেরও দেখা যায়। তবে বেশিরভাগ মালিকই কর্মসূচিতে অংশ নেননি।
শ্রমিকরা মিছিলে অংশ নিয়ে স্লোগান তুলে সরকারের উদ্দেশ্য বলেছেন, তাদের ৯ দফা দাবি মানতেই হবে। সাভারের কারখানায় শ্রমিকদের বাসস্থান, স্কুল, কলেজ, হাসপাতাল স্থাপন করতে হবে। ১৫ দিনের মধ্যে সাভার কারখানায় গ্যাস-বিদ্যুৎ-পানি সংযোগ দিতে হবে। এছাড়া তাদের বেতন ভাতাসহ সমস্ত ক্ষতিপূরণ দিতে হবে।