যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম নারী বিচারক শিলা আবদুস সালাম (৬৫) এর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার যুক্তরাষ্ট্রের হাডসন নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।
আবদুস সালাম আপিল বিভাগের সহযোগী বিচারক ছিলেন। বুধবার সকালে তিনি তার হার্লিনের বাড়ি থেকে নিখোঁজ হন। পরে দুপুরে নদীতে তার লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে তাকে উঠিয়ে নিয়ে হত্যা করা হয়।
পুলিশের বরাত দিয়ে নিউইয়র্ক পোস্ট জানায়, স্থানীয় সময় দুপুর পৌনে ২টার দিকে হাডসন পার্কওয়ের কাছে ১৩২ নম্বর রাস্তার পাশে নদীতে ভাসমান অবস্থায় বিচারক শিলা আবদুস সালামের লাশ পাওয়া যায়। পরে তার স্বামী আবদুস সালাম লাশ শনাক্ত করেন।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে শিলা আবদুস সালাম ছিলেন প্রথম মুসলিম নারী বিচারক। আফ্রিকান-আমেরিকান নারী হিসেবে আবদুস সালামই প্রথম আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ পান।
প্যাঁচার ছবি মঙ্গলের নয় অমঙ্গলের প্রতীক
কওমি স্বীকৃতি: নতুন হুদাইবিয়ার সন্ধি