আওয়ার ইসলাম : শরীরের দুর্গন্ধ দূর করতে বা শখের বসে সেন্ট ও বডি স্প্রে ব্যবহার করেন অনেকে। প্রশ্ন হলো ব্যবহার করার বিধান কী এবং তা ব্যবহার করে নামাজ আদায় সহি হবে কি?
উত্তর হলো, সেন্ট ও বডি স্প্রেতে যে স্প্রিট ব্যবহার করা হয় তাতে যদি কোনো নাপাক জিনিস না থাকে তবে সেটা আতরের হুকুমে। অর্থাৎ সেটা পাক। আর যদি স্প্রিট নাপাক বস্তু দ্বারা তৈরি করা হয় তবে সেটা ব্যবহার করা জায়েজ নয়।
এটা ব্যবহারে কাপড় নাপাক হয়ে যাবে। উক্ত নাপাক স্প্রিট ব্যবহৃত কাপড় পরিধান করে নামাজ পড়া সহি হবে না। বর্তমানে আতর এবং সেন্টে যে স্প্রিট ব্যবহৃত হয় তা আঙ্গুর বা খেজুর থেকে গ্রহণ করা হয় না। বরং তা ফুল ও ফল থেকে গ্রহণ করা হয়। সুতরাং এলকোহল যুক্ত সেন্ট ও স্প্রে ব্যবহার করা যাবে। তাছাড়া মিশ্রিত এলকোহল এর পরিমাণ খুবই সামান্য হয়ে থাকে যা হারাম নয়।
উত্তর দিয়েছেন : মুফতী মুতীউর রাহমান, প্রধান মুফতী ও শায়খে সানি, দারুল কুরআন চৌধুরীপাড়া মাদারাসা।
দলবদ্ধভাবে হজ্জে গেলে নারীদের মাহরাম লাগবে কী?