বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
‘মানতিক; যুগের চাহিদার সাথে মিলে না’ এ ধরেণের কথা অযৌক্তিক: মুফতি হিফজুর রহমান দাওরায়ে হাদিসের ফলাফল নজরে সানীর আবেদনের সময় বাকি ৩ দিন  বৃষ্টি প্রার্থনায় জামিয়াতুল আবরার রাহমানিয়ায় ‘সালাতুল ইস্তিসকা’  আদায় হাসপাতালে সৌদি বাদশাহ সালমান সোস্যাল মিডিয়ায় প্রচারিত পাঠ্য তালিকার সাথে বেফাকের পাঠ্য তালিকার সম্পর্ক নেই: বেফাক সৈয়দপুরে তাপদাহে অতিষ্ঠ মানুষ, ‘হিটস্ট্রোকে’ ১ জনের মৃত্যু স্বর্ণের দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরান-পাকিস্তানের ঢাবিতে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিস্কা’র অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘বৃষ্টির জন্যে সালাত আদায় করলেই অবশ্যম্ভাবী বৃষ্টি চলে আসবে—বিষয়টা তা নয়’

মোদি স্পষ্ট বলেছেন, তিস্তা চুক্তি হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বরাত দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মোদি স্পষ্ট বলেছেন তিস্তা চুক্তি হবেই। তিনি এও বলেছেন, আমি ক্ষমতায় থাকাকালেই হবে। এজন্য তিনি দেশবাসীকে ধৈর্য্য ধরার কথা বলেন।

চার দিনের ভারত সফর শেষে মঙ্গলবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা এসব কথা বলেন। এ সময় তিনি ভারত সফরের অর্জন এবং বিভিন্ন চুক্তির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরো সুদৃঢ় ও সুসংহত হয়েছে। বিভেদের মাধ্যমে কোন কিছু অর্জন সম্ভব নয়, এক সঙ্গে কাজ করলে আমরা এই অঞ্চলের ভাগ্য বদলে দিতে পারবো।

শেখ হাসিনা বলেন, পানি আসবে, এটা কেউ আটকে রাখতে পারবে না। তবে এ কথাও মনে করিয়ে দেন এবং প্রশ্ন রেখে বলেন, যখন গজলডোবায় বাঁধ দেওয়া হয়েছিল, তখন যে সরকার ক্ষমতায় ছিল তার কেন কোনো কথা বলেননি।

এক প্রশ্নে জবাবে প্রধানমন্ত্রী বলেন, ভৌগলিক দিক থেকে কিংবা জনসংখ্যায় আমরা ছোট হতে পারে। কিন্তু সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে দু'দেশ সমান। ভারত সেই সম্মান দেখিয়েছে। এটা তৃপ্তির বিষয়।

তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়ার একটা শত্রু, আর তা হলো দারিদ্র্য। এজন্য আমাদের সকলের একসঙ্গে কাজ করতে হবে। এ বিষয়ে আলোচনা হয়েছে।

আরআর

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ