আওয়ার ইসলাম: বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক)-এর ৪০তম কেন্দীয় পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন এসেছে।
গতকাল বেফাকের মহাপরিচালক অধ্যাপক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
জানা যায়, বেফাকের কেন্দ্রীয় পরীক্ষা শুরু হবে আগামী ৩০ এপ্রিল মোতাবেক ৩ শাবান রবিবার। শেষ হবে ১৩ শাবান, ১০ মে বুধবার।
তবে বিশেষ কারণে আগামী ৪ শাবান, ১ মে ২০১৭ সোমবারের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। উক্ত তারিখের পরীক্ষাটি ৮ শা‘বান মোতাবেক ৫ মে শুক্রবার সকাল ৮.০০ টায় অনুষ্ঠিত হবে।
এ ব্যপারে ছাত্র-ছাত্রী ও পরীক্ষা সংশ্লিট সবাইকে বিষয়টি অবগত থাকার জন্য বলেছেন মহাপরিচালক অধ্যাপক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী।
উল্লেখ্য, বেফাকের প্রত্যেক পরীক্ষা সকাল ৯টা থেকে দুপুর ১২.৩০ মিনিট পর্যন্ত চলবে। শুক্রবার সকাল ৮ টা থেকে দুপুর ১১.৩০ পর্যন্ত।
বেফাক পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিন।
বালক
বালিকা
এ দেশের মুসলমান ও উলামা বিশুদ্ধ আকিদা পোষণ করে: মুফতি মিযানুর রহমান সাঈদ