বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


ঢাকায় টয়লেট খুঁজে দেবে মোবাইল অ্যাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

public-toilet2আওয়ার ইসলাম: ঢাকার ব্যস্ততম এলাকায় চলতে গিয়ে বাথরুমের চাপ পড়লে চরম বিব্রতকর পরিস্থিতে পড়তে হয় অনেকেরই। চলতি পথে এমন পরিস্থিতে পড়লে নিজেকে সংযত রাখা বেজায় মুশকিল হয়ে পড়ে।

আশেপাশে কোথায় টয়লেট আছে সেটা জানা না থাকলে চরম বিপদেই পড়তে হয়।এমন বিব্রতকর পরিস্থিতি এড়াতে এখন হাতের মুঠোর স্মার্টফোনই পরম বন্ধুর মতো কাজ করবে।আপনার হাতে থাকা মোবাইল অ্যাপ এখন ঢাকার পাবলিক টয়লেটের খোঁজ দেবে।

গুগল প্লে স্টোরে Dhaka public toilets লিখে সার্চ করলেই অ্যাপটি পাওয়া যাবে। অ্যাপটি ইন্সটল করে রাখলে চলার পথে বন্ধুর মতো সহায়তা  করবে। অ্যাপটি তৈরী করেছে  প্রিনিয়ার ল্যাব নামে একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। তাদের দাবি রাজধানীর আনাচে কানাচে প্রতিটি পাবলিক টয়লেটের তথ্য এই অ্যাপে যুক্ত করা হয়েছে। ফলে ম্যাপসহ প্রয়োজনীয় পাবলিক টয়লেটের নির্দেশনা এই অ্যাপটি দিতে পারবে।ইতোমধ্যেই ঢাকার বিভিন্ন স্থানে কিছু অত্যাধুনিক মানের পাবলিক টয়লেট স্থাপন করা হয়েছে। এবং আরো  বেশকিছু পাবলিক টয়লেট নির্মাণাধীন।

এসএস


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ