শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

ভারতে হিন্দুরা ৩৩% মুসলিমকে বন্ধু বানায়, মুসলিমরা ৭৪%

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

indian-gramনতুন এক জরিপে দেখা গেছে, ভারতের ৩৩ শতাংশ হিন্দু সম্প্রদায়ের মানুষ মুসলিমদের ঘনিষ্ঠ বন্ধু বলে মনে করেন। বিপরীতে মুসলিমরা হিন্দুদের বন্ধু মনে করে ৭৪ শতাংশ।

সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সংস্থা সেন্টার ফর দ্য স্টাডি অফ ডেভেলপিং সোসাইটিস (সিএসডিএস)-এর জরিপে উঠে এসেছে এই তথ্য।

জরিপে দেখা গেছে, ধর্ম বা সম্প্রদায়ের লাভ-ক্ষতি বিচার করেই ভারতের প্রায় সমস্ত নাগরিক নিজের সম্প্রদায়ের মধ্যেই বন্ধু ঠিক করেন। তবে গুজরাট, হরিয়ানা, কর্নাটক ও উড়িষ্যার মতো রাজ্যগুলিতে মুসলিমরা কিছুটা বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। কারণ মুসলিমরা সেখানে নিজেদের আলাদা রাখতেই পছন্দ করেন।

দেশটির ৯১ শতাংশ হিন্দুর ঘনিষ্ঠ বন্ধুই তার নিজের সম্প্রদায়েরই সদস্য। মাত্র ৩৩ শতাংশ হিন্দু মুসলিমদের ঘনিষ্ঠ বন্ধু বলে মনে করেন।

এদিকে, ৭৪ শতাংশ মুসলিমের ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে হিন্দুরা রয়েছেন। তবে ৯৫ শতাংশ মুসলিম নিজেদের সম্প্রদায়ের মানুষকেই ঘনিষ্ঠ বন্ধু বলে বিবেচনা করে থাকে।

জরিপে আরও দেখা গেছে, ভারতের মাত্র ১৩ শতাংশ হিন্দু মুসলিমদের ভারতপ্রেমী বলে মনে করেন। ২০ শতাংশ হিন্দু মনে করেন দেশপ্রেমের দিক থেকে মুসলিমদের থেকে এগিয়ে খ্রিস্টানরা। শিখদের ভারতপ্রেমী মনে করেন ৪৭ শতাংশ হিন্দু। ৭৭ শতাংশ মুসলিম নিজেদের সম্প্রদায়ের সদস্যদেরই বেশি দেশভক্ত বলে মনে করে থাকে। আর ৬৬ শতাংশ শিখ মনে করেন, হিন্দুদের মধ্যেই দেশপ্রেম বেশি।

আরআর

ইফার সমাবেশ ৩টায়; সারাদেশ থেকে উপস্থিত হচ্ছে লক্ষাধিক মানুষ

৩ মাসে ৩০০ ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরাইল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ