বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


পাকিস্তানে নবীর কবর!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Majar_ham_pakistan

আওয়ার ইসলাম : নবী আ. আল্লাহর বাণী প্রচারের জন্য পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে পড়েছিলেন। মহান আল্লাহর ঘোষণা অনুযায়ী প্রত্যেক জাতির নিকট তিনি নবী ও রাসুল আ.  প্রেরণ করেছিলেন। আরব ভূ-খণ্ডে অনেক নবী ও রাসুল আ. কবরসহ অন্যান্য নিদর্শন থাকলেও পাক-ভারত উপমহাদেশে নবী আ. এর আগমনের তেমন কিছু জানা যায় না।

কিন্তু আপনি জেনে আশ্চর্য হতে পারেন, পাকিস্তানে রয়েছে দুজন নবীর কবর। অন্তত এমনটিই দাবি করে পাকিস্তানের জনপ্রিয় জাতীয় দৈনিক কুদরত। এক প্রতিবেদনে তারা বলেছেন, পাকিস্তানের গুজরাট জেলায় রয়েছে দু’জন নবীর কবর।

তাদের একজন হলেন, হজরত আদম আ. এর ছেলে কিমবিত আ.। তার ২৭০ ফিট লম্বা কবর পাকিস্তানের গুজরাত জেলার ব্রিলা গ্রামে রয়েছে।

Majar_kimbit_pakistan

অন্যজন হজরত নুহ আ. এর ছেলে হাম আ.। ১৮৯১ খ্রিস্টাব্দে হাফেজ শামসুদ্দিন আফগানি পাকিস্তানে জিলাম জেলায় আবিস্কার করেন। তার কবর ৭৪ ফিট লম্বা। ১৯৯৪ সালে হাজি ফরমান আলি মুশতারি মাজারের সংস্কার করেন।

সূত্র : দৈনিক কুদরত, পাকিস্তান

-এআরকে

রাসুল সা. কে সামনে পেলে কী বলবেন?


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ