শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


একক নির্বাচনে যাবে জাতীয় পার্টি;এরশাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী  নির্বাচনে এককভাবে অংশ নেয়ার কথা জানালেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেনি, ‘আমরা আপাতত একক নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। জোট গঠন করছি, দলকে শক্তিশালী করার জন্য।বাকীটা  পরবর্তীতে দেখা যাবে।’ সোমবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার প্রত্যন্ত গ্রাম কলাগাছিয়ায় সঙ্গীতশিল্পী নকুল কুমার বিশ্বাসের আমন্ত্রণে ‘মানবমন্দির’ ও ‘হাসপাতাল’ উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি আগামী নির্বাচন নিয়ে জাতীয় পার্টির এমন অবস্থান তুলে ধরেন।

এরশাদ বলেন, ‘নকুল কুমার বিশ্বাস যে মানবমন্দির প্রতিষ্ঠা করেছে তা সবকিছুর ঊর্ধ্বে। ভালোবাসা সবকিছুর উর্ধ্বে, হিন্দু যা মুসলমানও তা। মানুষতো মানুষই। মানুষ মানুষের জন্য কাজ করবে, তবেইতো মহত্ত্ব অর্জন করবে।’

ভারতের সঙ্গে চুক্তির ব্যাপারে এরশাদ বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মিলে আমরা দেশ চালাচ্ছি। কি চুক্তি হবে সেটা চুক্তির পরে বিস্তারিত জানা যাবে। উনি এমন কিছু করবেন না যাতে আমাদের সম্মানহানি হয়, কারণ উনি বঙ্গবন্ধুর কন্যা।’

এরশাদের সঙ্গে এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, সংখ্যালঘু বিষয়ক উপদেষ্টা সোমনাথ দে, মাদারীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারুক আহম্মেদ, সহকারী পুলিশ সুপার সুমন দেবসহ স্থানীয় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

 

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ