বুধবার, ০৮ মে ২০২৪ ।। ২৫ বৈশাখ ১৪৩১ ।। ২৯ শাওয়াল ১৪৪৫


হজ্জ নিবন্ধনের সময় বাড়লো ১১ দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Hajj_dhormoআওয়ার ইসলাম : চলতি বছর হজ্জ যাত্রীদের নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে ১১ দিন। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আজ বৃহস্পতিবার নিবন্ধনের সময় শেষ হওয়ার কথা ছিলো। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিবন্ধনের সময় ১০ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করেছে।

বুধবার সরকারি ও বেসরকারি হজযাত্রীদের নিবন্ধনের সময় বৃদ্ধি করে ধর্ম মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

আগামী ১০ এপ্রিল পর্যন্ত হজযাত্রী নিবন্ধন কার্যক্রম চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নিবন্ধন সার্ভার উন্মুক্ত থাকবে।

তবে প্রাক-নিবন্ধন কার্যক্রমে অনিয়মের অভিযোগ এনে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) হজযাত্রী নিবন্ধন না করার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এ ঘোষণা দেয়।

চলতি বছর হজে গমনেচ্ছুদের নিবন্ধন শুরু হয় গত ২৮ মার্চ। বেসরকারি প্রাক-নিবন্ধনের সিরিয়াল ২ লাখ ১৭ হাজার ২৮৮ পর্যন্ত চলতি বছরের নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে নির্ধারণ করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

-এআরকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ