রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

কুমিল্লায় সাক্কু জয়ী ও সুনামগঞ্জে জয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Sakku+joyaআওয়ার ইসলাম : কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারি ফলাফলে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু দ্বিতীয় বারের মত বিজয়ী হয়েছেন।
বেসরকারি ফলাফলে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু ধান শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৬৮৯৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৫৭৮৬৩ ভোট।
২০১২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে মনিরুল হক সাক্কু মেয়র নির্বাচিত হন।
নির্বাচনে মেয়র পদে চারজন, ২৭টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ১১৪ জন এবং ৯টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪০ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
অন্য দিকে সুনামগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে বড় ব্যবধানে জিতেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. জয়া সেনগুপ্তা। ১১০টি কেন্দ্রে নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৯৫ হাজার ৯৯৫ ভোট। স্বতন্ত্র প্রার্থী ছায়েদ আলী মাহবুব হোসেন রেজুর চেয়ে ৫৫ হাজার ৬৬ ভোট বেশি পেয়েছেন তিনি। সিংহ প্রতীক নিয়ে রেজু পেয়েছেন ৪০ হাজার ৯২৯ ভোট।
বৃহস্পতিবার (৩০ মার্চ) অনুষ্ঠিত নির্বাচনের এই ফলাফলের খবর জানিয়েছেন শাল্লা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ফাওজুল কবীর খান ও দিরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার হাফিজুর রহমান।
তবে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এসএম এজহারুল হক সাংবাদিকদের জানান, এখনও বেসরকারিভাবে ফলাফল জানানো হয়নি। শুক্রবার (৩১ মার্চ) ড. জয়া সেনগুপ্তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হবে।
-এআরকে


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ