আওয়ার ইসলাম : জার্মানির সংবাদ মাধ্যম ‘হামাবার্গার মর্গান পোস্ট’ বিশ্বের ৭ ক্ষ্যাপাটে নেতার তালিকা প্রকাশ করেছে। তালিকার শীর্ষে রয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সপ্তম অবস্থানে রয়েছে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে।
এছাড়া তালিকায় রয়েছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খমিনি, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন, ফিলিপাইনের প্রেসিডেন্ট দুয়ার্ত, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ।
বিরোধী দমন, বাক স্বাধীনতায় হস্তক্ষেপ, ক্ষমতার অপব্যবহার, ক্ষমতা কেন্দ্রীভূত করে রাখা ইত্যাদি বিষয়ের আলোকে ৭ বিশ্বনেতাকে ক্ষ্যাপাটে উল্লেখ করা হয়েছে।
ইসরাইলের প্রধানমন্ত্রীর ব্যাপারে বলা হয়েছে তিনি অবৈধ বসতি স্থাপন ও নিরপরাধ ফিলিস্তিনিদের হত্যায় মদদ দিচ্ছেন। ফিলিপাইনের প্রেসিডেন্টের বিরুদ্ধে বিচারবিহীন হত্যার অভিযোগ আনা হয়েছে।
পুতিন বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, কিম জং উনের বিরুদ্ধে দুর্নীতি ও বাক স্বাধীনতা হরণ, বাশার আল আসাদের বিরুদ্ধে নির্মমতা ও খমিনির বিরুদ্ধে অসহনশীলতার অভিযোগ আনা হয়েছে।
সূত্র : মিডল ইস্ট মনিটর
-এআরকে