আওয়ার ইসলাম : ঘন ও লম্বা চুল নারীর সৌন্দর্যের প্রতীক। কিন্তু এই চুল নিয়ে রয়েছে সামান্য ঝামেলা। চুল লম্বা ও ঘন হলে গোসলের পর তা সহজেই শুকায় না। তাই অনেক নারীই গোসলের সময় চুল ভেজাতে চান না। খুলতে চান না খোঁপা ও বেণী। কিন্তু চুল না ভেজালে কী গোসল হয়?
যদি মাথার চুলের খোঁপা বেণী খোলা ছাড়াই চুলের গোড়া পর্যন্ত পানি পৌঁছে যায় তাহলে মহিলাদের বেণী খোলা লাগবে না। আর যদি খোঁপা ও বেণী না খুললে গোড়া পর্যন্ত পানি না পৌঁছায় তবে অবশ্যই চুলের তা খুলতে হবে।
উত্তর দিয়েছেন : মুফতী মুতীউর রাহমান, প্রধান মুফতী, দারুল কুরআন চৌধুরীপাড়া মাদারাসা।
-এআরকে