বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


ইউরোপ ছাড়তে আর কোনো বাঁধা নেই ব্রিটেনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

brexitআওয়ার ইসলাম : ইউরোপীয় ইউনিয়নের সাথে যুক্তরাজ্যের সম্পৃক্ত থাকা বিষয়ে ব্রিটিশ সংসদ অবশেষে বহুল আলোচিত 'ব্রেক্সিট বিল' পাশ করছে। সংসদের উচ্চ কক্ষ, হাউস অফ লর্ডস, আর্টিকেল-৫০ সংসদে পাশ করার পর সেদেশের প্রধানমন্ত্রী টেরিজা মে এখন ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে যাবার ব্যাপারে আলোচনা শুরু করতে পারে।

ব্রিটেনের রানীর সম্মতি দেয়ার পর বিলটি আজ মঙ্গলবারই আইনে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।

স্কটল্যান্ডের মুখ্যমন্ত্রী নিকোলা স্টার্জন বলেছেন, ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাবার সিদ্ধান্তের পর এই গণভোটের প্রয়োজন রয়েছে।  স্কটিশদের স্বাধীনতার লক্ষ্যে দেশটিতে নতুন করে আরেকটি গণভোটের জন্য কর্তৃপক্ষের কাছে অনুমতি চাইবেন নিকোলা।

স্কটল্যান্ডের স্কটল্যান্ড বহু মানুষ ই-ইউ-তে থেকে যাওয়ার পক্ষে রায় দেয়ায় নিকোলা স্টার্জন বলেন, স্কটিশরা যদি সত্যিই এমনটি চায় তাহলে যুক্তরাজ্য থেকে বেবিয়ে যাবার জন্য 'এ বছরের গ্রীষ্ম থেকে আগামী বছরের হেমন্ত' এই সময়সীমার মধ্যে  এই গণভোট অনুষ্ঠিত হতে পারে।

অবশ্য, ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেজা মে বলেছেন, স্বাধীনতার জন্য স্কটল্যান্ডে আবারো গণভোট হলে ভেদাভেদ সৃষ্টি হবে এবং অনিশ্চিত পরিস্থিতিও তৈরি  হতে পারে।

-এআরকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ